ছাতকের কপলা বাজারে রোহিঙ্গা মুসলিম হত্যা বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিলে জনতার ঢল
- Update Time : ০৯:১২:৩৭ অপরাহ্ন, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: মায়ানমারে রোহিঙ্গা মুসলমানদের ওপর গণহত্যার প্রতিবাদে সুনামগঞ্জের ছাতক উপজেলার কপলা বাজারে তাওহিদী জনতার উদ্যোগে রোববার বিকেলে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন- সুনামগঞ্জ জেলা খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক মাওলানা
আখতার হুসাইন আতিক, কপলা বাজার হিলফুল ফুযুল ইসলামী সমাজ কল্যাণ সংস্থা’ র অর্থ সম্পাদক মাওলানা নুর আহমদ।হাফিজ এনামুল কবীরের পরিচালনায় বক্তব্য রাখেন ক্বারী আতিকুর রহমান। মুনাজাত পরিচালনা করেন মৌলভি আব্দুল আজিজ।উপস্থিত ছিলেন- হিলফুল ফুযুল সংস্থা ‘ র উপদেষ্টা মাস্টার ওয়ারিছ আলী,গোলাম হুসেন,আকবর আলী,মাও. আবু মনসুর,মুরব্বী মনির উদ্দীন,মোলভী আব্দুল খালিক,ইলিয়াছ আলী,মাও. বশির আহমদ,দুদু মিয়া, হিলফুল ফুযুলের দায়ীত্বশীলদের মধ্যে হাফিজ জাবেদ,মাওঃশিব্বির আহমদ,মঈনুল ইসলাম,হাফিজ মঈনুল ইসলাম,লেবাছ হুসেন,হুমায়ূন রশিদ,মাওঃআক্তার হুসেন আবিদ,আব্দুল গণি,হা. সাইফুল ইসলাম, ছাত্রনেতা মো. আমজাদ হোসেন, মাহবুব হোসেন, প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বৌদ্ধ ধর্মে নাকি জীব হত্যা মহাপাপ। অথচ তারা নির্বিচারে মানুষ হত্যা করছে। এ কিসের ধর্ম তাদের। বক্তারা বাংলাদেশ সরকারের প্রতি আহবান জানিয়ে বলেন, রোহিঙ্গা মুসলিমদের রক্ষায় সরকারকে আরো অগ্রনী ভূমিকা রাখতে হবে। তারা রোহিঙ্গা মুসলিমদের সহায়তা করায় তুরস্কের প্রশংসা করেন ও সহযোগিতা না করায় ভারতের নিন্দা জানান এবং সূচির কঠোর সমালোচনা করেন। বক্তারা প্রশ্ন রেখে বলেন, মানবাধিকার নামের বিশ্ব বিবেক এখন কোথায়! তারা কি দেখতে পায়না কিভাবে মুসলিমদের হত্যা ও নির্যাতন করা হচ্ছে। তারা জাতি সংঘের প্রতি আহবান জানিয়ে বলেন, জরুরী ভিত্তিতে মায়ানমারে মুসলিম হত্যা ও নির্যাতন বন্ধ করতে হস্তক্ষেপ করুণ। তা না হলে বিশ্বের সকল মুসলিমরা ঐক্যবদ্ধ হয়ে মায়ানমারে ঝাপিয়ে পড়বে। তখন বিশ্ব মানচিত্র থেকে মায়ানমার নামের দেশকে মুছে ফেলা হবে।




























