‘চলো হাওরে হাসি ফোটাই’ সংগঠন কর্তৃক শাল্লায় ত্রাণ বিতরণ
- Update Time : ১১:৩১:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ মে ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
সুনামগঞ্জের শাল্লা উপজেলায় ‘চলো হাওরে হাসি ফোটাই’ সংগঠন কর্তৃক শাল্লা উপজেলা গণমিলনায়তনে ২৬ মে অত্র উপজেলার ৮৫ জন লোকের মাঝে ,নগদ ১৫ শত টাকা করে প্রতি জনকে ত্রাণ হিসেবে প্রদান করা হয়।
শাল্লা উপজেলা পরিষদের চেয়ারম্যান গনেন্দ্র চন্দ্র সরকারের সভাপতিত্বে ও অত্র সংগঠনের ইভেন্ট সমন্বয়ক ইকবাল এইচ কে খোকনের সঞ্চালনায়, ত্রাণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-সিলেট সিটি কর্পোরেশনের ২০নং ওয়ার্ডের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের ২১নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুর রকিব তুহিন, সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য আবু আব্দুল্লাহ চৌধুরী মাসুদ, শাল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামান চৌধুরী।
প্রধান অতিথি তার বক্তৃতায়- মানুষ মানুষের জন্য উল্লেখ করে বলেন এটা আমাদের একটা ক্ষুদ্র প্রচেষ্টা আমরা হাওরের মানুষের মুখে হাসি দেখতে চাই।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অত্র সংগঠনের সদস্য জাহাঙ্গীর আলম, ইকবাল হোসেন খান, বিনি আমীন রাসেল, এম মোখলেছ খান, রানু মিয়া, কামাল হোসেন খান, আব্দুর রহিম, মিলন কুমার সাহা, জাকারিয়া সায়মন, ফাহাদ আহম্মদ ।
অত্র অনুষ্ঠানে স্থানীয় ভাবে সহযোগিতা করেন-বঙ্গ বন্ধু জাতীয় যুব পরিষদ শাল্লা উপজেলা শাখার আহ্বায়ক জাহাঙ্গীর চৌধুরী, শাল্লা উপজেলা যুবলীগ নেতা অরবিন্দম চৌধুরী অপু,অজয় তালুকদার, জেলা ছাত্রলীগ নেতা পলাশ সরকার পল্টু, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক পলাশ চৌধুরী, প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি




























