খেলাফত মজলিস লন্ডন মহানগর শাখার ঈদ পুনর্মিলনী সমাবেশ সম্পন্ন
- Update Time : ০৭:৫০:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জুন ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধি :: খেলাফত মজলিসের যুগ্মমহাসচিব ও যুক্তরাজ্য শাখার সভাপতি অধ্যাপক মাওলানা আব্দুল কাদির সালেহ বলেছেন, ঈদ হচ্ছে মুসলিম মিল্লাতের জন্য আনন্দ ও উৎসবের দিন। এই উৎসব অন্য কোন উৎসবের সাথে তুলনা হয় না। তিনি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আলহামদুলিল্লাহ! ৩৬৫ দিনের মধ্যে পাচ দিন হচ্ছে আমাদের ঈদ। আর ঈদ এমন এক পরিচ্ছন্ন আনন্দ-সৌকর্যমণ্ডিত যা মানবতার বিজয়বারতা ঘোষণার পাশাপাশি আল্লাহর নৈকট্য ও সন্তুষ্টি অর্জনের পথ নির্দেশ করে। এই ঈদে আমরা বন্ধুত্ব, ভ্রাতৃত্ব ও সহমর্মিতার শিক্ষা পাই। ফিতরা প্রদান, জাকাত আদায় ও ঈদের নামাজের ভেতর দিয়ে আমরা এমন কিছু কাজ ও আচরণ প্রদর্শন করি যার প্রভাব পড়ে সারা জীবনে। তিনি ঈদের পরিপূর্ণ শিক্ষাকে কাজে লাগিয়ে একটি বৈষম্যহীন সুন্দর সমাজ গড়ে তোলার আহবান জানান।
২৮ জুন বুধবার বিকাল ৮টায় লন্ডন মহানগর খেলাফত মজলিস কর্তৃক আয়োজিত ঈদ পুনর্মিলনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন। শাখা সভাপতি হাফিজ মাওলানা এনামুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আনিসুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য খেলাফত মজলিসের সহ-সভাপতি মাওলানা সাদিকুর রহমান, সহ-সাধারণ সম্পাদক, মাওলানা শাহ মিজানুল হক।
লন্ডনস্থ আলহুদা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী সমাবেশে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন,যুক্তরাজ্য খেলাফত মজলিসের অফিস সম্পাদক কারী আব্দুল করিম ওবায়েদ ,লন্ডন মহানগরীর সাবেক সভাপতি মাওলানা তাইদুল ইসলাম, মহানগরীর সাবেক সেক্রেটারী মাওলানা আব্দুল আহাদ, লন্ডন মহানগরীর সহসভাপতি মুফতি আব্দুর রাজ্জাক, মাওলানা আব্দুল মালিক, সহ সেক্রেটারী মাওলানা জাবির আহমেদ, মাওলানা ফুজাইল আহমেদ নাজমুল ,বায়তুলমাল সম্পাদক মাওলানা শেইখ রুম্মান আহমেদ ,দাওয়া বিষয়ক সম্পাদক হাফিজ মাওলানা মুতাসিম বিল্লাহ ,প্রশিক্ষণ সম্পাদক মাওলানা দিলোয়ার হুসেন ,খেলাফত মজলিস হেকনী শাখার সভাপতি মাওলানা আব্দুল খালিক সাহেদ ,সেক্রেটারী মাওলানা আমিরুল ইসলাম,টাওয়ার হ্যামলেট শাখার সাবেক সভাপতি হাফিজ আব্দুল হক ,সাউথএন্ড শাখার সভাপতি এনটিভির প্রেজেন্টার মাওলানা আশরাফুল মাওলা ,বো শাখার সাবেক সভাপতি কামরুল ইসলাম ,কেন্ট শাখার সাভাপতি মাওলানা শাহজান, মাস্টার আফসোর হোসাইন প্রমূখ।




























