০৩:০৭ পূর্বাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ক্ষমতা চিরস্থায়ীনা : কাজী জমিরুল ইসলাম মমতাজ
- Update Time : ০৩:২৯:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১ সেপ্টেম্বর ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
চিন্তায় মানুষকে কুড়ে কুড়ে খায়,
ঘটনাবলি মন থেকে মুছে শান্তি থাকা যায়।
কাউকে অবজ্ঞা করনা,
দূর্বলকে হিংসা করনা,
যেভাবে আছ মাবুদকে কর আরাধনা।
ক্ষমতা চিরস্থায়ীনা,
কত রাজা প্রজা ছিলেন ক্ষমতাবান,
যাবার বেলায় খালি হাতে হলো জীবনাবসান।
মাবুদ যাকে ইচ্ছা তাকে দান করেন সম্মান,
সম্মানের জায়গায় অমর্যাদা করলে হয় অপমান।
সম্মানী ব্যক্তিদের করলে সম্মান,
মাবুদ আরও বেশী করে মর্যাদা বাড়ান।
লেখক: কাজী ও সাংবাদিক।



















