কেন্দ্রীয় আওয়ামীলীগের সভায় প্রথম যোগদান করলেন আজিজুস সামাদ আজাদ ডন
- Update Time : ০৪:৫৫:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১১ ডিসেম্বর ২০২০
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
জগন্নাথপুর পত্রিকা :: দেশের প্রথম পররাষ্ট্রমন্ত্রী,সুনামগঞ্জের কৃতি সন্তান, মাটি ও মানুষের নেতা প্রয়াত আব্দুস সামাদ আজদের পুত্র সদ্য কেন্দ্রীয় আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য আজিজুস সামাদ আজাদ ডন প্রথমবারের মত কেন্দ্রীয় কমিটির সভায় যোগদান করলেন। আজ শুক্রবার (১১ ডিসেম্বর) সকালে ধানমন্ডিস্থ আওয়ামীলীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ত্রান ও সমাজ কল্যাণ উপ-কমিটির উদ্যোগে করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি যোগদান করেন। এ সময় কেন্দ্রীয় আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়াদুল কাদের সরকারী বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে সভায় সংযুক্ত হন। এ সময় কাদের বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভার্স্কয ভাঙ্গার সাথে যে বা যারা জড়িত তাদের কাউকে রেহাই দেয়া হবে না। তাদেরকে খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসা হবে। এ সময় তিনি আরও বলেন, করোনাকালীন সময়ে সকলেই সচেতন হতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ট নেতৃত্বের কারণেই করোনা মহামারী থেকে দেশের মানুষকে রক্ষা করা সম্ভব হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী মতিয়া চৌধুরী, ত্রাণ ও সমাজ কল্যান সম্পাদক সুজিত রায় নন্দি ও কেন্দ্রীয় আওয়ামীলীগের কার্য নির্বাহী সদস্য আজিজুস সামাদ আজাদ ডন প্রমুখ।



















