০৪:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ১৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কুশিয়ারা নদীর আত্ম কথা

  • Update Time : ০৮:৫১:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারি ২০২৬
  • / ৬ বার নিউজটি পড়া হয়েছে

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["shop"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

শেখ রিপন

আমি কুশিয়ারা নদী হাঁড়িয়ে
যাচ্ছি কেউ রাখেনা আমার
খবর, কেউ চলা-পেড়া করে’না আগের
মতো।

আমার যৌবনে আগের মতো
নেই ভাটিয়ালি সুর অভিমানে
যাচ্ছি হাঁড়িয়ে, আগের মতো নেই মাঝিমাল্লার-
কোলাহ্ নৌযানের আনাগোনা
ছিল এক সময়।

ক্রমেক্রমে আমার বুকে জেগে
উঠেছে চর, আমি দাঁড়াতে পারছিনা তাই’তো
ভাঙা গড়ার খেলায় উঠেছি মেতে।

আমি ব্যথিত কন্ঠে ডাকছি
এসো সবাই আমার বুকে যৌবনে
ফিরে ঢেউ নিয়ে, আর ভাংবো না কারো কুল হবো
আগের মতো শান্ত।

বাঁচাও আমায় বাঁচাও কৃষক আমার
তীঁরে বাঁধছে ঘর বুকে বিশাল চর,
গর্ভে আমার পলিকনা যৌবন আমার
নেই মনা, যাইবে আমার গাঁয়ের ব্যথা কেউ’বা হাসে কেউ’বা কাঁদে এখন আমি পর।

কবি: গ্রাম- কাতিয়া, জগন্নাথপুর, সুনামগঞ্জ।

মোবাইলঃ ০১৭৮০৫০০৭৭৫

এখানে ক্লিক করে শেয়ার করুণ

কুশিয়ারা নদীর আত্ম কথা

Update Time : ০৮:৫১:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারি ২০২৬

শেখ রিপন

আমি কুশিয়ারা নদী হাঁড়িয়ে
যাচ্ছি কেউ রাখেনা আমার
খবর, কেউ চলা-পেড়া করে’না আগের
মতো।

আমার যৌবনে আগের মতো
নেই ভাটিয়ালি সুর অভিমানে
যাচ্ছি হাঁড়িয়ে, আগের মতো নেই মাঝিমাল্লার-
কোলাহ্ নৌযানের আনাগোনা
ছিল এক সময়।

ক্রমেক্রমে আমার বুকে জেগে
উঠেছে চর, আমি দাঁড়াতে পারছিনা তাই’তো
ভাঙা গড়ার খেলায় উঠেছি মেতে।

আমি ব্যথিত কন্ঠে ডাকছি
এসো সবাই আমার বুকে যৌবনে
ফিরে ঢেউ নিয়ে, আর ভাংবো না কারো কুল হবো
আগের মতো শান্ত।

বাঁচাও আমায় বাঁচাও কৃষক আমার
তীঁরে বাঁধছে ঘর বুকে বিশাল চর,
গর্ভে আমার পলিকনা যৌবন আমার
নেই মনা, যাইবে আমার গাঁয়ের ব্যথা কেউ’বা হাসে কেউ’বা কাঁদে এখন আমি পর।

কবি: গ্রাম- কাতিয়া, জগন্নাথপুর, সুনামগঞ্জ।

মোবাইলঃ ০১৭৮০৫০০৭৭৫

এখানে ক্লিক করে শেয়ার করুণ