০৬:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ১৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কান্ডারী হওয়া যায় ঠিকে থাকা দায়

  • Update Time : ০২:০৮:৪০ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
  • / ৩ বার নিউজটি পড়া হয়েছে

{"msource":{"from":"blank"},"tools_used":{"crop":0,"free_crop":0,"shape_crop":0,"selection":0,"clone":0,"motion":0,"stretch":0,"curves":0,"adjust":0,"enhance":0,"resize":0,"flip_rotate":0},"total_effects_time":0,"total_editor_time":9419,"total_drawing_time":5256,"total_effects_actions":0,"effects_applied":0,"total_editor_actions":{"frame":0,"mask":0,"sticker":0,"clipart":0,"lensflare":0,"callout":0,"border":0,"text":0,"shape_mask":0},"draw":{"layers_used":2,"total_draw_actions":2},"photos_added":1}

কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ

যার চোখ থাকতে অন্ধ,
নাকে লাগে না গন্ধ।

যেখানে দাঁড়িয়ে কথা হয় তার অমিল ছন্দ,
বুঝেও না বুঝে কথার মাঝে অন্ধ।

হিংসায় বড় নয় কাজে হও বড়,
দেশ বিদেশ পাবে সম্মান কিসের বড়াই কর।

লাফা-লাফি নয় মাটির কদর বুঝ,
অন্যের ভালো কাজে কৃতজ্ঞতা স্বীকার না করে বজ।

বড়দের সম্মানে সম্মান নাহি হয় ক্ষয়,
ছায়াকে ধমক দিলে সেও ধমক দিতে বাধ্য হয়।

কান্ডারী হওয়া যায় ঠিকে থাকা দায়,
কর্মগুণে মানুষ বাঁচে কথার সুরে নিন্দায়।

বসন্তের কোকিল ডিম পাড়ে কাকের বাসায়,
ডিম পাড়া শেষ বসে থাকে অন্যের আশায়।

ভদ্র নম্র হতে শিক্ষার প্রয়োজন নয়,
মানুষ পারিবারিক শিক্ষায় সম্মানিত হয়।

টাকা পয়সার মালিক হলেই সমাজপতি নয়,
ব্যবহারেই মানুষের মন জয় করতে হয়।

অপেক্ষায় থেকো বেআদবের ফল ভালো নয়,
কর্মগুণে উচ্চ আসন আর নিম্ন আসন হয়।

লেখক: কাজী ও সাংবাদিক।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

কান্ডারী হওয়া যায় ঠিকে থাকা দায়

Update Time : ০২:০৮:৪০ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫

কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ

যার চোখ থাকতে অন্ধ,
নাকে লাগে না গন্ধ।

যেখানে দাঁড়িয়ে কথা হয় তার অমিল ছন্দ,
বুঝেও না বুঝে কথার মাঝে অন্ধ।

হিংসায় বড় নয় কাজে হও বড়,
দেশ বিদেশ পাবে সম্মান কিসের বড়াই কর।

লাফা-লাফি নয় মাটির কদর বুঝ,
অন্যের ভালো কাজে কৃতজ্ঞতা স্বীকার না করে বজ।

বড়দের সম্মানে সম্মান নাহি হয় ক্ষয়,
ছায়াকে ধমক দিলে সেও ধমক দিতে বাধ্য হয়।

কান্ডারী হওয়া যায় ঠিকে থাকা দায়,
কর্মগুণে মানুষ বাঁচে কথার সুরে নিন্দায়।

বসন্তের কোকিল ডিম পাড়ে কাকের বাসায়,
ডিম পাড়া শেষ বসে থাকে অন্যের আশায়।

ভদ্র নম্র হতে শিক্ষার প্রয়োজন নয়,
মানুষ পারিবারিক শিক্ষায় সম্মানিত হয়।

টাকা পয়সার মালিক হলেই সমাজপতি নয়,
ব্যবহারেই মানুষের মন জয় করতে হয়।

অপেক্ষায় থেকো বেআদবের ফল ভালো নয়,
কর্মগুণে উচ্চ আসন আর নিম্ন আসন হয়।

লেখক: কাজী ও সাংবাদিক।

এখানে ক্লিক করে শেয়ার করুণ