কলকলিয়া ইউনিয়ান সমিতি সিলেটের ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন
- Update Time : ০৩:৫০:০২ অপরাহ্ন, শনিবার, ১৪ জানুয়ারি ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
জগন্নাথপুর উপজেলার ১নং কলকলিয়া ইউনিয়ানের সিলেট মহা নগরীতে অবস্থানরত নাগরিকদের উদ্যোগে কলকলিয়া ইউনিয়ান সমিতি সিলেট গঠন উপলক্ষে এক জরুরী সভা ১৩ জানুয়ারি শুক্রবার রাত ৮ টায় নগরীর মদীনা মার্কেটস্থ চিলি রেস্টুরেন্ট এর হল রুমে মোঃ রহমত আলীর সভাপতিত্বে দেওয়ান মফরে উদ্দীন ও রোটারিয়ান জামাল উদ্দীনের যৌথ পরিচালনায় অনুষ্টিত হয়।
মাহমুদুল করীম মিলাদের স্বগত বক্তব্যের মধ্যমে সভার মুল কর্য়ক্রম শুরু হয়, কালামে পাক থেকে তেলাওয়াত করেন জাহেদ হোসেন। এতে বক্তব্য রাখেন শামীম আহমদ খোকন, তোফায়েল আহমদ, জাকওয়ান কোরেশী , নোমান আহমদ সাদী প্রমুখ।
কলকলিয়া ইউনিয়ন সমিতি সিলেটের ৫১ সদস্য বিশিষ্ট কমিটির দায়িত্বশীলরা হলেন,
সভাপতি- শামীম আহমদ খোকন সহ সভাপতি- নোমান আহমদ সাদি,মাওলানা তোফায়েল আহমদ,সাফির আলম সাধারণ সম্পাদক- রোটারেকটর জামাল উদ্দীন যুগ্ম সাধারণ সম্পাদক- রেজাউল হক জিয়া, জহিরুল ইসলাম জুয়েল,নুর উদ্দীন সাংগঠনিক সম্পাদক- এমদাদুর রহমান সহ সাংগঠনিক সম্পাদক- রুহল আমীন, দোলন আহমদ, জিয়াউর রহমান, সালমান সামী ।অর্থ সম্পাদক- সুমন কোরেশী সহ অর্থ সম্পাদক- জহিরুল ইসলাম আদনান আদি । প্রচার সম্পাদক- মনসুর আলী সহ প্রচার সম্পাদক- জুয়েল আহমদ, মিজান আহমদ, দপ্তর সম্পাদক- শাহিনুর পাশা সহ দপ্তর সম্পাদক- খোরেশদ আলম,নেওয়াজ আহমদ সাহিত্য ও সাংস্কৃতি সম্পাদক- আরিফ চৌধুরী সহ সাহিত্য ও সাংস্কৃতি সম্পাদক- আশরাফুল কবির নোমান, সুমন মিয়া, জুনেদ আহমদ ।ক্রিড়া সম্পাদক- গোলাম রব্বানী সহ ক্রিড়া সম্পাদক- মুজেদ আলম ,জাবেদ আহমদ , রায়হান আহমদ ।ধর্ম সম্পাদক- তোফাজ্জল হোসেন সহ ধর্ম সম্পাদক- রেজবি আহমদ, সমির আহমদ, মোঃ শের আলী ।নির্বাহী সদস্য-মোঃ রহমত আলী, মাহমুদুল করিম মিলাদ, দেওয়ান মফরে উদ্দীন, জাকুয়ান কোরেশী, মিজানুর রহমান, মিঠু আহমদ, রাজ্জাক আহমদ, সুহেল আহমদ, রাহীম আহমদ, ওয়েছ আহমদ সুফি, মিফতাহুল জান্নাত, জিলু মিয়া, আহমদ নাকিব, মোঃ সুহেল মিয়া , শাহান মিয়া, সানোয়ার মিয়া, সাব্বির আহমদ ।এতে অন্যান্যদের মধ্যে ছিলেন, আদিল মিয়া, বদরুল মিয়া, নাজু মিয়া, সাকিব আহমদ, সদরুল আলম, ইফতিকার আহমদ সৈকত, আলমগীর হুসেন, রেদয়ান আহমদ, শাহেদ আহমদ অনি, জুনেদ আহমদ, আক্তার হুসেন, রুহেল আলম, আল আমিন, মাহি আহমদ, তৌকির হাসান নাহিন , ফারুক রহমান, সামী আহমদ প্রমুখ । প্রেস বিজ্ঞপ্তি




























