০৮:০৭ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কত ভালবাসা : এম এ আসকর

  • Update Time : ০৩:১৮:০০ অপরাহ্ন, সোমবার, ১৪ ফেব্রুয়ারি ২০২২
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

কত ভালবাসা কত মমতা
আমার দেশের মাটি,
আমার দেশের মাটি ও মানুষ
সোনার চেয়ে খাঁটি।

পরদেশেতে ছড়িয়ে আছেন
দেশের সোনার ছেলে,
দেশকে তাঁরা ভালবাসে
সদা দেশের কথা বলে।

যত প্রবাস সোনার ছেলে
ঘুরছে দেশে দেশে,
জীবন যুদ্ধ করছে তারা
দেশকে ভালবেসে।

হয়নি দেখা দেশের মাটি
চলে যায় বহু যুগ,
বাতাসে দেখে দেশের মাটি
দূর করছে তাঁর রোগ।

রহম কর হে দয়াময়
মোদের প্রবাসী্
তাঁরা দেশের সূর্য সন্তান
আমরা ভালবাসি।

 

কবি: গ্রাম: জাহিদপুর, ছাতক, সুনামগঞ্জ।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

কত ভালবাসা : এম এ আসকর

Update Time : ০৩:১৮:০০ অপরাহ্ন, সোমবার, ১৪ ফেব্রুয়ারি ২০২২

কত ভালবাসা কত মমতা
আমার দেশের মাটি,
আমার দেশের মাটি ও মানুষ
সোনার চেয়ে খাঁটি।

পরদেশেতে ছড়িয়ে আছেন
দেশের সোনার ছেলে,
দেশকে তাঁরা ভালবাসে
সদা দেশের কথা বলে।

যত প্রবাস সোনার ছেলে
ঘুরছে দেশে দেশে,
জীবন যুদ্ধ করছে তারা
দেশকে ভালবেসে।

হয়নি দেখা দেশের মাটি
চলে যায় বহু যুগ,
বাতাসে দেখে দেশের মাটি
দূর করছে তাঁর রোগ।

রহম কর হে দয়াময়
মোদের প্রবাসী্
তাঁরা দেশের সূর্য সন্তান
আমরা ভালবাসি।

 

কবি: গ্রাম: জাহিদপুর, ছাতক, সুনামগঞ্জ।

এখানে ক্লিক করে শেয়ার করুণ