একটি ঘৃণ্য ও হৃদয়বিদারক ইতিহাসের নাম “এপ্রিল ফুল”
- Update Time : ০১:৫০:১১ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মার্চ ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
অধ্যক্ষ সৈয়দ রেজওয়ান অাহমদ
এপ্রিল ফুল যার অর্থ বোকা । এপ্রিল ফুলের অর্থ ‘এপ্রিলের বোকা’ । একটি ঘৃণ্য ও হৃদয়বিদারক ইতিহাসের দিন এপ্রিল ফুল। আমাদের অনেকই না জানার কারণে ইহুদী-খৃষ্টানদের সাথে এ দিনটি পালন করে।
‘যে জাতি তার ইতিহাস সর্ম্পকে জানেনা , সে জাতিই আজ ক্ষতিগ্রস্থ।’ ইতিহাস সাক্ষ্য অষ্টম শতাব্দীতে স্পেনে মুসলিম শাসন কায়েম হলে দীর্ঘ আটশত বছর মুসলমানেরা স্পেনের বর্বর চেহারা সম্পূর্ণ্য সভ্যতার আলোকে উদ্ভাসিত করেন । ফলে শিক্ষা-সাংস্কৃতি ,জ্ঞান-বিজ্ঞান ,শিল্প-বাণিজ্যে ইত্যাদির কেন্দ্র-বিন্দুতে পরিণিত হয় স্পেন। ফলে মুসলমানরা কুরআন ও সুন্নাহর শিক্ষার জ্ঞান ভূলে গিয়ে তাদের মধ্যে নৈতিক অবক্ষয় দেখা দেয় এবং ভোগ-বিলাসে মত্ত হয়ে যায়৷ মুসলমানদের এ দুর্বলতার সুযোগ পেয়ে খ্রিষ্টানগণ মুসলমানদের ‘স্পেন থেকে মুসলমানদের উচ্ছেদ করতে বিরুদ্ধে কুটিল ষড়যন্ত্রে লিপ্ত হয়৷
কালের প্রবাহে এক সময় মূসলমানেরা শিক্ষা-সাংস্কৃতি, জ্ঞান-বিজ্ঞান ছেড়ে দিয়ে আরাম- আয়েশে মত্ত হতে থকে। ফলে শাসকদের মাঝে ক্ষমতা ও অর্থের লোভ, ভোগ- বিলাসিতা এমন কি নৈতিক অধঃপতনের নিম্নপর্যায়ে উপণীত হন। আর এই সুযোগকে কাজে লাগায় খৃস্টান শক্তি । তারা মুসলমানদের চিরতরে বিলিন করার সিদ্ধান্তে ঐক্যবদ্ধ হতে থাকে। পর্তুগিজ রাণী ইসাবেলা এবং পার্শবর্তি রাজা ফার্ডিন্যান্ডের নেতৃত্বে এক বিশাল বাহিনী নিয়ে ১৪৯২ সালের ১লা এপ্রিল চতুর দিক থেকে মুসলমানদেরকে ঘেরাও করে পশুর মত ঝাপিয়ে পড়ে । খৃস্টানগণ গ্রনাডা দখল করে মুসলমানদের উপর অত্যাচারের স্টীমরোলার চালায়। এতে মুসলমানগণ দিশেহারা হয়ে পড়ে।
মুসলমানদের অসহায়ত্বের ফলে ধূর্তবাজ ফার্ডিন্যান্ডে ঘোষনা দেয়, যে মুসলমানেরা নিজ নিজ অস্ত্র সর্মপণপূর্বক মসজিদ সমূহে আশ্রয় নিলে তাদেরকে পূর্ণ্ নিরাপাত্তা দেওয়া হবে এবং যারা সমূদ্রের জাহাজ সমূহে আশ্রয় নিবে, তাদেরকে অন্যান্য মুসলিম দেশে পাঠিয়ে দেওয়া হবে । তারা খৃস্টানদের প্রতারণা না বুঝে সরলমনে মসজিদ এবং জাহাজ সমূহে আশ্রয় নেয় । খ্রিস্টান প্রতারক রাজা ফর্ডিন্যান্ডের নির্দেশে আশ্রিত মসজিদসমূহে তালাবদ্ধ করে দিয়ে ভিতরে ও বাহিরে চতুরদিক আগুন লাগিয়ে সেখানে আশ্রয় নেওয়া লক্ষ লক্ষ মুসলমানদেরকে পুড়িয়ে দেয় এবং জাহাজগুলোতে আশ্রিত মুসলমানদেরকে গহীন সমূদ্রে ডুবিয়ে প্রায় ত্রিশলক্ষ মুসলমানদের নির্মমভাবে শহিদ করে। আসহায় মুসলমানদের আত্মচিৎকারে ঐদিন আকাশ-বাতাস ভারি হয়ে উঠেছিল। নরপশু রাজা ফর্ডিন্যান্ডের তার স্ত্রী ইসাবেলাকে জড়িয়ে ধরে আনন্দ উল্লাসে বলে উঠে Oh Muslim ! How fool you are. হায় মুমলমান ! তোমরা কত বোকা । সে দিনটি ছিল এপ্রিল মাসের ১ তারিখ । সেই থেকে মুসলমানদেরকে উপহাস করার জন্য খৃষ্টানেরা প্রতি বছর ১লা এপ্রিলকে অত্যন্ত জাক-জমাকে ‘এপ্রিল ফুল’ বা এপ্রিলের বোকা উৎসবের দিন হিসাবে পালন করে আসছে।
দুঃখের বিষয়, মুসলমানের সন্তানেরা না জেনে এপ্রিলের এ দিনে খৃস্টানদের অনুসরণে হাসি-খুশির দিন হিসাবে পালন করে থাকে। তাই আসুন! আমরা সকলে মিলে এই দিনটিকে ঐতিহাসিক ঘৃণ্য এবং কালো দিবস হিসাবে পালন করি ।




























