একজন জীবন যোদ্ধার গল্প : শাহ মমশাদ আহমদ
- Update Time : ০৮:৩২:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারি ২০২২
- / ২ বার নিউজটি পড়া হয়েছে
ষাটোর্ধ বয়স। মায়াবী চেহারা সফেদ দাড়ীতে সুশোভিত। রিক্সা নিয়ে দাড়িয়ে যাত্রীর অপেক্ষা করছেন। আমার সাথে যুক্তরাজ্য প্রবাসী একজন তরুণ আলেম। সালাম দিয়ে মুসাফাহা করার জন্য হাত বাড়ালাম। ইতস্তত করছিলেন।বুকে জড়িয়ে ধরলাম। দুঃখের কথা বলা শুরু করলেন। মেঘনা পাড়ে বাড়ি ছিল।চলার মতো কৃষি জমি ও ছিল। বছর দশক আগে মেঘনার করাল গ্রাস তার স্বাবলম্বী পরিবারকে নিঃস্ব করে দেয়।তিন ছেলে সহ সিলেটে আসেন। ছেলে তিনটি কর্মঠ।ঠেলা গাড়ি দিয়ে সবজি বিক্রি করে।কোন মতে সংসার চলে। ইদানীং দ্রব্যমূল্যের উর্ধগতির কারণে সংসারে অভাব অনটন লেগে আছে। অন্ততঃ নিজের ও বৃদ্ধ স্ত্রীর ঔষধের টাকা যোগাড় করতে রিক্সা নিয়ে বের হয়েছেন। আমার সাথে থাকা জনদরদী স্নেহের তরুণ আলেম মুরব্বি চাচাজির হাতে হাজার দুয়েক টাকা দিতে চাইলেন। কিন্তু চাচা, গ্রহণ করতে নারাজ। উত্তেজিত কন্ঠে বললেন, আল্লাহ এখনো শক্তি দিয়েছেন, কারো কাছে হাত পাতবোনা। বললাম, হাদিয়া গ্রহণ করুন। আমার অসহায়ত্ব দেখে আপনারা যে টাকা দিচ্ছেন, তা হাদিয়া নয়, ভিক্ষা। চাচার যুক্তির কাছে পরাস্ত হয়ে বললাম, চলুন চাচা, একটু ঘুরতে যাবো। রিক্সায় উঠলাম।রিকাবী বাজার থেকে ফিরে জামেয়ায় আসলাম। আমার সাথী টাকাগুলো বৃদ্ধ চাচার হাতে দিলেন। চাচা মুচকি হেসে গ্রহণ করলেন। মহান মুক্তিযুদ্ধের অংশ গ্রহণ কারীদের বলা হয় বীর মুক্তিযোদ্ধা। আর এধরণের লড়াকু চাচারা হলেন বীর জীবন যোদ্ধা।
এমন জীবন সংগ্রামীর কপালে চুমু খাওয়ার সুযোগ হাতছাড়া করলামনা। যারা শারিরীক পরিশ্রম এড়িয়ে মানুষের হাতের দিকে
চেয়ে থাকেন, আমাদের সিলেট অঞ্চলে যে সব ভাইয়েরা প্রবাসীদের দিকে চেয়ে থাকেন, সকলের উচিত রিক্সা ড্রাইভার চাচা থেকে শিক্ষা নেয়া। সবেমাত্র কোন প্রতিষ্ঠানে মোটা অংকের টাকা দান করে ফিরার পথে দানশীল অনেক ব্যক্তিদের দেখা যায় রিক্সা ড্রাইভার ভাইদের সাথে ভাড়া নিয়ে ঝগড়া করতে। আমরা নামীদামী রেষ্টুরেন্টে খাবারদাবার শেষে ওয়েটারেকে শত টাকা গিফট করি কিন্তু দশ টাকা নিয়ে রিক্সা ড্রাইভারের সাথে বাকবিতন্ডা করি। আসুন, এমন স্বভাব পরিত্যাগ করি। এসব জীবন যোদ্ধাদের উৎসাহ প্রদান করি।
তাদের জীবন সংগ্রামের কাহিনী শুনার চেষ্টা করি। সামর্থানুযায়ী পাশে দাড়াই। আল্লাহ তাওফিক দিন। লেখক: মুহাদ্দিস ও কলামিস্ট, সিলেট।


























