০৬:২২ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

উঠবে সূর্য : শেখ রিপন

  • Update Time : ১২:৪৬:১৯ পূর্বাহ্ন, রবিবার, ৬ মার্চ ২০২২
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

আধাঁর কাটিয়ে উঠবে
সূর্য আসবে আলো,
মননের ক্লান্তি হবে দূর
থাকবো ভালো।

কতো প্রহর যাবে কেঠে
যাবো কতো স্মৃতি ভুলে,
কতো রঙিন স্বপ্ন হবে
আমার সহযাত্রী।

আলোয় আলোয় বড়ে
যাবে আমার জীবনের
প্রতিটি মূহুর্ত,
তখন আমি আনন্দে আর
হাসি মুখে স্বপ্ন গুলোকে
দিবো উড়িয়ে আকাশে।

কবি: আবুধাবি দুবাই। গ্রাম: কাতিয়া, জগন্নাথপুর।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

উঠবে সূর্য : শেখ রিপন

Update Time : ১২:৪৬:১৯ পূর্বাহ্ন, রবিবার, ৬ মার্চ ২০২২

আধাঁর কাটিয়ে উঠবে
সূর্য আসবে আলো,
মননের ক্লান্তি হবে দূর
থাকবো ভালো।

কতো প্রহর যাবে কেঠে
যাবো কতো স্মৃতি ভুলে,
কতো রঙিন স্বপ্ন হবে
আমার সহযাত্রী।

আলোয় আলোয় বড়ে
যাবে আমার জীবনের
প্রতিটি মূহুর্ত,
তখন আমি আনন্দে আর
হাসি মুখে স্বপ্ন গুলোকে
দিবো উড়িয়ে আকাশে।

কবি: আবুধাবি দুবাই। গ্রাম: কাতিয়া, জগন্নাথপুর।

এখানে ক্লিক করে শেয়ার করুণ