১১:৩৯ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ঈদে মিলাদুন্নবী (সঃ) ও খৃষ্টীয় বড় দিন : শাহ মমশাদ আহমদ

  • Update Time : ০৪:১২:৩৯ অপরাহ্ন, বুধবার, ২০ অক্টোবর ২০২১
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

শরীয়তের দৃষ্টিতে বেদাত মানে এবাদাতে নতুন সংযোজন।
বেদাত প্রতিরোধে এত বেশি কঠোরতা অবলম্বনের অন্যতম কারণ হচ্ছে, ইহুদি ও খৃষ্টানদের ধর্মের মত যাতে ইসলামের বিধিনিষেধ বিকৃত না হয়। আল্লাহর দেয়া বিধানে বেদাতের ধারা মুলত ইয়াহুদী-নাসারাদের সৃষ্টি। ইয়াহুদী-নাসারাদের পথ ধরেই অনেক বেদাত ইসলামে রেওয়াজ লাভ করেছে।

&নাসারারা সর্বপ্রথম “ঈদে মিলাদে মাসীহ’ পালন করে।
এর অনুসরনে ক্রুসেড যুদ্ধের পর মুসলমানদের মধ্যে কিছু লোক “ঈদে মিলাদুন্নবী” পালন শুরু করে।

&ঈদে মিলাদুন্নবীর সুচনায় শুধু ঈদে মিলাদুন্নবী বলা হত।পরবর্তীতে খৃষ্টান সম্প্রদায় যখন ক্রিসমাস ডে কে বড় দিন আখ্যায়িত করল। মুসলমানদের কিছু লোক তাদের ঈদে মিলাদুন্নবী কে “বড় ঈদ” বলা শুরু করল।

&খৃষ্টানদের অনুকরনের চুড়ান্ত রুপ এখন ফুটে উঠছে কেক কাটার মাধ্যমে। কিছু সংখ্যক বেদাতি হেপী বার্থ ডে ইয়া রাসুলুল্লাহ সমস্বরে উচ্চারণ করে রাসুলুল্লাহ’র জন্মদিন পালনের দুঃসাহস দেখাচ্ছে। নাউজুবিল্লাহ। প্রিয় আশেকে রাসুল! আবেগে নয়, সুস্থমস্তিস্কে বিষয়টি চিন্তা করুন।
আল্লাহ সুমতি দিন। লেখক: মুহাদ্দিস ও কলামিস্ট, সিলেট।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ঈদে মিলাদুন্নবী (সঃ) ও খৃষ্টীয় বড় দিন : শাহ মমশাদ আহমদ

Update Time : ০৪:১২:৩৯ অপরাহ্ন, বুধবার, ২০ অক্টোবর ২০২১

শরীয়তের দৃষ্টিতে বেদাত মানে এবাদাতে নতুন সংযোজন।
বেদাত প্রতিরোধে এত বেশি কঠোরতা অবলম্বনের অন্যতম কারণ হচ্ছে, ইহুদি ও খৃষ্টানদের ধর্মের মত যাতে ইসলামের বিধিনিষেধ বিকৃত না হয়। আল্লাহর দেয়া বিধানে বেদাতের ধারা মুলত ইয়াহুদী-নাসারাদের সৃষ্টি। ইয়াহুদী-নাসারাদের পথ ধরেই অনেক বেদাত ইসলামে রেওয়াজ লাভ করেছে।

&নাসারারা সর্বপ্রথম “ঈদে মিলাদে মাসীহ’ পালন করে।
এর অনুসরনে ক্রুসেড যুদ্ধের পর মুসলমানদের মধ্যে কিছু লোক “ঈদে মিলাদুন্নবী” পালন শুরু করে।

&ঈদে মিলাদুন্নবীর সুচনায় শুধু ঈদে মিলাদুন্নবী বলা হত।পরবর্তীতে খৃষ্টান সম্প্রদায় যখন ক্রিসমাস ডে কে বড় দিন আখ্যায়িত করল। মুসলমানদের কিছু লোক তাদের ঈদে মিলাদুন্নবী কে “বড় ঈদ” বলা শুরু করল।

&খৃষ্টানদের অনুকরনের চুড়ান্ত রুপ এখন ফুটে উঠছে কেক কাটার মাধ্যমে। কিছু সংখ্যক বেদাতি হেপী বার্থ ডে ইয়া রাসুলুল্লাহ সমস্বরে উচ্চারণ করে রাসুলুল্লাহ’র জন্মদিন পালনের দুঃসাহস দেখাচ্ছে। নাউজুবিল্লাহ। প্রিয় আশেকে রাসুল! আবেগে নয়, সুস্থমস্তিস্কে বিষয়টি চিন্তা করুন।
আল্লাহ সুমতি দিন। লেখক: মুহাদ্দিস ও কলামিস্ট, সিলেট।

এখানে ক্লিক করে শেয়ার করুণ