১০:২৪ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ইউকে জমিয়তে উলামায়ে ইসলামের ৭১ সদস্য বিশিষ্ট কমিটি

  • Update Time : ০১:৪০:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১৬ জুলাই ২০১৭
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

ইউকে জমিয়তে উলামায়ে ইসলামের ৭১ সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটি ও ১৭ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে।

 

 
ব্রিটেনের উলামায়ে কেরামের প্রতিনিধিত্বশীল সংগঠন জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের কাউন্সিল সম্পন্ন হয়েছে ১৪ জুলাই শুক্রবার।

 

পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের কাউন্সিল অধিবেশন ও সম্মেলনে বাংলাদেশ ও ব্রিটেনের শীর্ষ জমিয়ত নেতৃবৃন্দ এবং কমিউনিটির বিভিন্ন সংগঠনের বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশ গ্রহন করেন।

 

 

 

জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের সাবেক সভাপতি মাওলানা শায়খ আছগর হুসেন কে প্রধান উপদেষ্টা, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাওলানা শুয়াইব আহমদ কে সভাপতি, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মুফতি আব্দুল মুনতাকিম কে সিনিয়র সহ সভাপতি, মাওলানা সৈয়দ তামিম আহমদ কে জেনারেল সেক্রেটারী, হাফিজ হুছাইন আহমদ বিশ্বনাথী কে ট্রেজারার করে ৭১ সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটি ও ১৭ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয়।

 

 

 

কাউন্সিল অধিবেশন ও সম্মেলনের প্রধান অতিথি জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহ সভাপতি শায়খুল হাদিস আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জী আগামী ৩ বছরের জন্য কমিটি ঘোষণা করেন। জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের প্রধান উপদেষ্টা মাওলানা শায়খ আছগর হুছেনের সভাপতিত্বে অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা শুয়াইব আহমদ। সাংগঠনিক রিপোর্ট পেশ করেন সেক্রেটারী জেনারেল মাওলানা সৈয়দ তামিম আহমদ ও ট্রেজারার হাফিজ হুছাইন বিশ্বনাথী।

 

 

 

 

জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের সাংগঠনিক সম্পাদক মাওলানা সৈয়দ নাঈম আহমদের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মোফাসসিরে কোরআন মাওলানা জুবায়ের আহমদ আনসারী, জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট জেলা শাখার সহ সভাপতি শায়খুল হাদিস মাওলানা আব্দুল মুছাব্বির, জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের অন্যতম উপদেষ্টা মাওলানা তহুর উদ্দিন, জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের সহ সভাপতি মুপতি আব্দুল মুনতাকিম, বাংলাদেশের সাবেক প্রেসিডেন্টের উপদেষ্টা মুখলিছুর রহমান চৌধুরী, বিশিষ্ট আলেম মাওলানা ইমদাদুর রহমান আল মাদানী, বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার সেক্রেটারী জেনারেল মাওলানা ফয়েজ আহমদ, ব্যারিস্টার মাওলানা কুতুব উদ্দিন শিকদার, বিশিস্ট সাংবাদিক মিসবাহ জামাল, জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের উপদেষ্টা আলহাজ্ব সামছুজ্জামান চৌধুরী, মাস্টার সৈয়দ ফররুখ আহমদ, শাহপরান মসজিদের চেয়ারম্যান নূর বকস, সৈয়দপুর শামসিয়া সমিতি লন্ডনের সভাপতি পীর আহমদ কুতুব, জগন্নাথপুর উন্নয়ন সংস্থার সভাপতি আবু তাহের কামালী, বিশিষ্ট কমিউনিটি নেতা মাস্টার আমির উদ্দিন, কবি আবু সুফিয়ান চৌধুরী, জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের সহ সভাপতি মাওলানা আব্দুল মজিদ, প্রচার সম্পাদক মাওলানা আশফাকুর রহমান, জমিয়ত নেতা মাওলানা শামছুল আলম কিয়ামপুরী, মুফতি মোতাহির, বিএনপি নেতা মাওলানা শামীম আহমদ, ইউকে জমিয়তের মিডিয়া সেক্রেটারী মুফতি সৈয়দ রিয়াজ আহমদ, ইউকে জমিয়তের সদস্য হাফিজ মাওলানা হোসাইন আহমদ, ওয়েলফেয়ার সেক্রেটারী হাফিজ জিয়া উদ্দিন, সদস্য সৈয়দ রফিকুল হক রফু মিয়া, মাওলানা খালিদ আহমদ, জিএসসির কার্যকরি পরিষদ সদস্য সৈয়দ জিল্লুল হক জিলু প্রমুখ।

 

 

 

প্রধান অতিথির বক্তব্যে আল্লামা তফজ্জুল হক হবিগঞ্জী বলেন, জমিয়তে উলামায়ে ইসলাম শান্তি চায় এবং সমাজ থেকে জুলুম অন্যায় বন্ধ করতে চায়। তিনি বলেন, আমরা সন্ত্রাস বিরোধী, আমরা শান্তির বার্তা বাহক। তিনি জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের নব নির্বাচিত কমিটিকে আন্তরিক মোবারকবাদ জানান এবং তাদের কার্যক্রমের ভূয়শী প্রশংসা করেন। তিনি নব নির্বাচিত কমিটির সফলতা কামনা করেন এবং তাদের জন্য বিশেষ দোয়া করেন। তিনি জমিয়তে উলামায়ে ইসলামের সুন্দর কর্মসূচির মধ্যে বিশেষ করে নতুন প্রজন্মের ইমান ও আকিদার হেফাজতের পাশাপাশি আমাদের সন্তানেরা যেন ইসলাম বিদ্বেসী না হয় এদিকে সকলকে সর্তক থাকার আহবান জানান।

 

 

 

 

বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা জুবায়ের আহমদ আনসারী বলেন, জমিয়তে উলা ইসলাম উলামায়ে কেরামের নেতৃত্বে পরিচালিত একটি ঐতিহ্যবাহী সংগঠন। তিনি জমিয়তের প্রতিষ্ঠাতা শায়খুল হিন্দ মাহমুদুল হাছানের মাল্টা দ্বীপের জেল খানায় দ্বীন কায়েমের জন্য তার নজির বিহীন কোরবানীর ইতিহাস তুলে ধরেন। দুনিয়ায় ইনসাফ প্রতিষ্ঠা করতে উলামায়ে কেরামের নেতৃত্বের কোন বিকল্প নেই। তিনি বলেন, সকল নবীগন আল্লাহ দাসত্বের পাশাপাশি আল্লাহর আইন আল্লাহর জমিতে প্রতিষ্ঠার সংগ্রাম করে গেছেন।

 

 

 

শায়খুল হাদিস মাওলানা আব্দুল মুছাব্বির বলেন, জমিয়তের পতাকার নিচে কাজ করে আমরা জান্নাত লাভ করতে চাই। তিনি বলেন, এই পতাকা হল ওকাবে রসূল, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এই পতাকার নিচে কাজ করলে সফলতা অবশ্যই আসবে।

 

 

 

জমিয়তে উলামায়ে ইসলাম ইউকে’র কার্যনির্বাহী কমিটি ২০১৭- ২০সেশনের ৭১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির দায়িত্বশীলরা হলেন,

 

 

 

সভাপতি মাওলানা শুয়াইব আহমদ, সিনিয়র সহ সভাপতি মুফতি আবদুল মুনতাকিম, সহ সভাপতি হাফিজ মাওলানা তাছাদ্দুক আহমদ (কিডির মিনিষ্টার) মাওলানা মুফতি ছাদিক (লুটন), মাওলানা আবদুল মজীদ (ডালষ্টন), মাওলানা শাহ আমীনুল ইসলাম (লিভারপুল), মাওলানা মুফতি ছাবির (ওয়ালসাল), মাওলানা আবদুস সালাম (ব্রাডফোর্ড), শায়খ সৈয়দ মুয়াজ (কিডির মিনিষ্টার), মাওলানা শায়খ সাইদ আলী জেনারেল সেক্রেটারী হাফিজ মাওলানা সৈয়দ তামীম আহমদ,

জয়েন্ট সেক্রেটারী মাওলানা আশফাকুর রহমান (লন্ডন), হাফিজ মাওলানা সৈয়দ জুনায়েদ আহমদ (রচডেল), সহ সেক্রেটারী মাওলানা শামছুল আলম কিয়ামপুরী, মাওলানা মাছুদুল হাসান (লেষ্টার), জুবের আহমদ চৌধুরী, ট্রেজারার হাফিজ হুসাইন আহমদ বিশ্বনাথী, সহ ট্রেজারার মুফতি মুতাহির সিদ্দীক (লন্ডন), সহকারী ট্রেজারার মাওলানা আবদুর রহমান (ব্রাডফোর্ড),

সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা সৈয়দ নাঈম আহমদ,সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা মইন উদ্দিন খান, হাফিজ জিয়া উদ্দিন, হাফিজ মাওলানা সৈয়দ জিয়াউল ইসলাম (সান্ডারল্যান্ড), হাফিজ জুবায়ের-সাহেব জাদায়ে শায়খে ইমামবাড়ী, মাওলানা শেখ আবদুস সামাদ (বার্মিংহাম),

প্রচার সম্পাদক মাওলানা নাজমুল হাসান, সহ প্রচার সম্পদাক মাওলানা আওলাদ হুসেন ওল্ডহাম, মাওলানা মনির উদ্দিন, মাওলানা আখতারুজ্জামান আখতার (মিডলসবরা), যুব বিষয়ক সম্পাদক মুফতি সৈয়দ রিয়াজ আহমদ, প্রশিক্ষণ সম্পাদক হাফিজ মাওলানা সৈয়দ হুসাইন আহমদ, সহকারী প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আবদুল গাফফার, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাওলানা ইলিয়াস আহমদ, সাহিত্য সম্পাদক মাওলানা সালমান আহমদ, সহকারী সাহিত্য সম্পাদক মাওলানা লুৎফুর রহমান, ওয়েলফেয়ার সম্পাদক, সৈয়দ আরজু মিয়া (সান্ডারল্যান্ড), সহকারী ওয়েলফেয়ার সম্পাদক আলহাজ্ব হারুন মিয়া, আবদুর রহমান কোরেশী (নিউক্যাসেল), সৈয়দ হুছেন আহমদ (কিডির মিনিষ্টার),

মিডিয়া সেক্রেটারী, মাওলানা খালেদ আহমদ, অফিস সম্পাদক, মাওলানা ফখরুদ্দীন বিশ্বনাথী, সহকারী অফিস সম্পাদক সৈয়দ শুয়াইব আহমদ, তাফসিরুল কোরআন বিষয়ক সম্পাদক, হাফিজ মাওলানা মশতাক আহমদ, সহ তাফসিরুল কোরআন বিষয়ক সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান,

কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ:
মাওলানা শরীফ খান (ওয়েস্ট লন্ডন), মাওলানা নাজির উদ্দিন (ওয়েস্ট লন্ডন), আবু তাহের চৌধুরী, সৈয়দ রফিকুল হক রফু মিয়া, মো: ছাদিক আহমদ (লন্ডন), মাওলানা ছালাহ উদ্দিন বার্মিংহাম, হাফিজ সৈয়দ সোলেমান (সান্ডারল্যান্ড), সৈয়দ মুফিদ আহমদ (রচডেল), চৌধুরী মামনুন আহমদ, সৈয়দ আবুল কালাম (সান্ডারল্যান্ড), মো: কয়েছ আমহদ, হাফিজ ছাদিকুল ইসলাম, হাফিজ মাওলানা সৈয়দ জামিল ব্রেডফোর্ড, ইশতিয়াক চৌধুরী, মাহিদ চৌধুরী, মাওলানা মোফাসসিল আহমদ (পোর্টসমাউথ), মাওলানা শামসুল ইসলাম, মাওলানা ফখরুদ্দীন (রচডেল), মাওলানা আবদুল হক (রচডেল), সৈয়দ নাজির আহমদ (সান্ডারল্যান্ড), মাওলানা আনওয়ার (লন্ডন), মাওলানা ছাফওয়ান, মো: নাওয়াল হুছেন (লন্ডন), আশিক আলী (লন্ডন), হাফিজ মাওলানা রশিদ আহমদ, হাফিজ মাওলানা নাজমুল ইসলাম, শেখ মোদাব্বির হোসেন মধু মিয়া, মাওলানা সাইদুর রহমান।

 

 

১৭ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি

 

 

 

১৭ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটির সদস্যগন হচ্ছেন, হযরত মাওলানা শায়খ আসগর হুসেইন (প্রধান উপদেষ্টা), শায়খুল হাদীস মাওলানা ইমদাদুল হক হবিগঞ্জী, হযরত মাওলানা তহুর উদ্দিন (লন্ডন), হযরত মাওলানা জমশেদ আলী (লন্ডন), মাওলানা আশরাফ আলী শিকদার (ব্রাডফোর্ড), মাওলানা হাফিজ শায়খ সৈয়দ ইমাম উদ্দিন (সান্ডারল্যান্ড), মাওলানা শায়খ আবদুল জলিল (ব্রাডফোর্ড), মুফতি শায়খ সাইফুল ইসলাম (ব্রাডফোর্ড), আলহাজ্ব শামছুজ্জামান চৌধুরী (লন্ডন), মাওলানা আবদাল হুসেইন চৌধুরী (লন্ডন), মাওলানা আবদুর রহমান (হল), আলহাজ্ব সূফী মিয়া (লন্ডন), আলহাজ্ব আবদুল জলিল (লন্ডন), ব্যারিষ্টার মাওলানা কুতুব উদ্দিন শিকদার (লন্ডন), কবি দবীরুল ইসলাম ইসলাম চৌধুরী (লন্ডন), আলহাজ্ব মাষ্টার সৈয়দ ফররুখ আহমদ (লন্ডন), আলহাজ্ব আবদুল বাইস (লন্ডন) প্রেস বিজ্ঞপ্তি

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ইউকে জমিয়তে উলামায়ে ইসলামের ৭১ সদস্য বিশিষ্ট কমিটি

Update Time : ০১:৪০:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১৬ জুলাই ২০১৭

ইউকে জমিয়তে উলামায়ে ইসলামের ৭১ সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটি ও ১৭ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে।

 

 
ব্রিটেনের উলামায়ে কেরামের প্রতিনিধিত্বশীল সংগঠন জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের কাউন্সিল সম্পন্ন হয়েছে ১৪ জুলাই শুক্রবার।

 

পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের কাউন্সিল অধিবেশন ও সম্মেলনে বাংলাদেশ ও ব্রিটেনের শীর্ষ জমিয়ত নেতৃবৃন্দ এবং কমিউনিটির বিভিন্ন সংগঠনের বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশ গ্রহন করেন।

 

 

 

জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের সাবেক সভাপতি মাওলানা শায়খ আছগর হুসেন কে প্রধান উপদেষ্টা, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাওলানা শুয়াইব আহমদ কে সভাপতি, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মুফতি আব্দুল মুনতাকিম কে সিনিয়র সহ সভাপতি, মাওলানা সৈয়দ তামিম আহমদ কে জেনারেল সেক্রেটারী, হাফিজ হুছাইন আহমদ বিশ্বনাথী কে ট্রেজারার করে ৭১ সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটি ও ১৭ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয়।

 

 

 

কাউন্সিল অধিবেশন ও সম্মেলনের প্রধান অতিথি জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহ সভাপতি শায়খুল হাদিস আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জী আগামী ৩ বছরের জন্য কমিটি ঘোষণা করেন। জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের প্রধান উপদেষ্টা মাওলানা শায়খ আছগর হুছেনের সভাপতিত্বে অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা শুয়াইব আহমদ। সাংগঠনিক রিপোর্ট পেশ করেন সেক্রেটারী জেনারেল মাওলানা সৈয়দ তামিম আহমদ ও ট্রেজারার হাফিজ হুছাইন বিশ্বনাথী।

 

 

 

 

জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের সাংগঠনিক সম্পাদক মাওলানা সৈয়দ নাঈম আহমদের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মোফাসসিরে কোরআন মাওলানা জুবায়ের আহমদ আনসারী, জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট জেলা শাখার সহ সভাপতি শায়খুল হাদিস মাওলানা আব্দুল মুছাব্বির, জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের অন্যতম উপদেষ্টা মাওলানা তহুর উদ্দিন, জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের সহ সভাপতি মুপতি আব্দুল মুনতাকিম, বাংলাদেশের সাবেক প্রেসিডেন্টের উপদেষ্টা মুখলিছুর রহমান চৌধুরী, বিশিষ্ট আলেম মাওলানা ইমদাদুর রহমান আল মাদানী, বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার সেক্রেটারী জেনারেল মাওলানা ফয়েজ আহমদ, ব্যারিস্টার মাওলানা কুতুব উদ্দিন শিকদার, বিশিস্ট সাংবাদিক মিসবাহ জামাল, জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের উপদেষ্টা আলহাজ্ব সামছুজ্জামান চৌধুরী, মাস্টার সৈয়দ ফররুখ আহমদ, শাহপরান মসজিদের চেয়ারম্যান নূর বকস, সৈয়দপুর শামসিয়া সমিতি লন্ডনের সভাপতি পীর আহমদ কুতুব, জগন্নাথপুর উন্নয়ন সংস্থার সভাপতি আবু তাহের কামালী, বিশিষ্ট কমিউনিটি নেতা মাস্টার আমির উদ্দিন, কবি আবু সুফিয়ান চৌধুরী, জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের সহ সভাপতি মাওলানা আব্দুল মজিদ, প্রচার সম্পাদক মাওলানা আশফাকুর রহমান, জমিয়ত নেতা মাওলানা শামছুল আলম কিয়ামপুরী, মুফতি মোতাহির, বিএনপি নেতা মাওলানা শামীম আহমদ, ইউকে জমিয়তের মিডিয়া সেক্রেটারী মুফতি সৈয়দ রিয়াজ আহমদ, ইউকে জমিয়তের সদস্য হাফিজ মাওলানা হোসাইন আহমদ, ওয়েলফেয়ার সেক্রেটারী হাফিজ জিয়া উদ্দিন, সদস্য সৈয়দ রফিকুল হক রফু মিয়া, মাওলানা খালিদ আহমদ, জিএসসির কার্যকরি পরিষদ সদস্য সৈয়দ জিল্লুল হক জিলু প্রমুখ।

 

 

 

প্রধান অতিথির বক্তব্যে আল্লামা তফজ্জুল হক হবিগঞ্জী বলেন, জমিয়তে উলামায়ে ইসলাম শান্তি চায় এবং সমাজ থেকে জুলুম অন্যায় বন্ধ করতে চায়। তিনি বলেন, আমরা সন্ত্রাস বিরোধী, আমরা শান্তির বার্তা বাহক। তিনি জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের নব নির্বাচিত কমিটিকে আন্তরিক মোবারকবাদ জানান এবং তাদের কার্যক্রমের ভূয়শী প্রশংসা করেন। তিনি নব নির্বাচিত কমিটির সফলতা কামনা করেন এবং তাদের জন্য বিশেষ দোয়া করেন। তিনি জমিয়তে উলামায়ে ইসলামের সুন্দর কর্মসূচির মধ্যে বিশেষ করে নতুন প্রজন্মের ইমান ও আকিদার হেফাজতের পাশাপাশি আমাদের সন্তানেরা যেন ইসলাম বিদ্বেসী না হয় এদিকে সকলকে সর্তক থাকার আহবান জানান।

 

 

 

 

বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা জুবায়ের আহমদ আনসারী বলেন, জমিয়তে উলা ইসলাম উলামায়ে কেরামের নেতৃত্বে পরিচালিত একটি ঐতিহ্যবাহী সংগঠন। তিনি জমিয়তের প্রতিষ্ঠাতা শায়খুল হিন্দ মাহমুদুল হাছানের মাল্টা দ্বীপের জেল খানায় দ্বীন কায়েমের জন্য তার নজির বিহীন কোরবানীর ইতিহাস তুলে ধরেন। দুনিয়ায় ইনসাফ প্রতিষ্ঠা করতে উলামায়ে কেরামের নেতৃত্বের কোন বিকল্প নেই। তিনি বলেন, সকল নবীগন আল্লাহ দাসত্বের পাশাপাশি আল্লাহর আইন আল্লাহর জমিতে প্রতিষ্ঠার সংগ্রাম করে গেছেন।

 

 

 

শায়খুল হাদিস মাওলানা আব্দুল মুছাব্বির বলেন, জমিয়তের পতাকার নিচে কাজ করে আমরা জান্নাত লাভ করতে চাই। তিনি বলেন, এই পতাকা হল ওকাবে রসূল, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এই পতাকার নিচে কাজ করলে সফলতা অবশ্যই আসবে।

 

 

 

জমিয়তে উলামায়ে ইসলাম ইউকে’র কার্যনির্বাহী কমিটি ২০১৭- ২০সেশনের ৭১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির দায়িত্বশীলরা হলেন,

 

 

 

সভাপতি মাওলানা শুয়াইব আহমদ, সিনিয়র সহ সভাপতি মুফতি আবদুল মুনতাকিম, সহ সভাপতি হাফিজ মাওলানা তাছাদ্দুক আহমদ (কিডির মিনিষ্টার) মাওলানা মুফতি ছাদিক (লুটন), মাওলানা আবদুল মজীদ (ডালষ্টন), মাওলানা শাহ আমীনুল ইসলাম (লিভারপুল), মাওলানা মুফতি ছাবির (ওয়ালসাল), মাওলানা আবদুস সালাম (ব্রাডফোর্ড), শায়খ সৈয়দ মুয়াজ (কিডির মিনিষ্টার), মাওলানা শায়খ সাইদ আলী জেনারেল সেক্রেটারী হাফিজ মাওলানা সৈয়দ তামীম আহমদ,

জয়েন্ট সেক্রেটারী মাওলানা আশফাকুর রহমান (লন্ডন), হাফিজ মাওলানা সৈয়দ জুনায়েদ আহমদ (রচডেল), সহ সেক্রেটারী মাওলানা শামছুল আলম কিয়ামপুরী, মাওলানা মাছুদুল হাসান (লেষ্টার), জুবের আহমদ চৌধুরী, ট্রেজারার হাফিজ হুসাইন আহমদ বিশ্বনাথী, সহ ট্রেজারার মুফতি মুতাহির সিদ্দীক (লন্ডন), সহকারী ট্রেজারার মাওলানা আবদুর রহমান (ব্রাডফোর্ড),

সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা সৈয়দ নাঈম আহমদ,সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা মইন উদ্দিন খান, হাফিজ জিয়া উদ্দিন, হাফিজ মাওলানা সৈয়দ জিয়াউল ইসলাম (সান্ডারল্যান্ড), হাফিজ জুবায়ের-সাহেব জাদায়ে শায়খে ইমামবাড়ী, মাওলানা শেখ আবদুস সামাদ (বার্মিংহাম),

প্রচার সম্পাদক মাওলানা নাজমুল হাসান, সহ প্রচার সম্পদাক মাওলানা আওলাদ হুসেন ওল্ডহাম, মাওলানা মনির উদ্দিন, মাওলানা আখতারুজ্জামান আখতার (মিডলসবরা), যুব বিষয়ক সম্পাদক মুফতি সৈয়দ রিয়াজ আহমদ, প্রশিক্ষণ সম্পাদক হাফিজ মাওলানা সৈয়দ হুসাইন আহমদ, সহকারী প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আবদুল গাফফার, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাওলানা ইলিয়াস আহমদ, সাহিত্য সম্পাদক মাওলানা সালমান আহমদ, সহকারী সাহিত্য সম্পাদক মাওলানা লুৎফুর রহমান, ওয়েলফেয়ার সম্পাদক, সৈয়দ আরজু মিয়া (সান্ডারল্যান্ড), সহকারী ওয়েলফেয়ার সম্পাদক আলহাজ্ব হারুন মিয়া, আবদুর রহমান কোরেশী (নিউক্যাসেল), সৈয়দ হুছেন আহমদ (কিডির মিনিষ্টার),

মিডিয়া সেক্রেটারী, মাওলানা খালেদ আহমদ, অফিস সম্পাদক, মাওলানা ফখরুদ্দীন বিশ্বনাথী, সহকারী অফিস সম্পাদক সৈয়দ শুয়াইব আহমদ, তাফসিরুল কোরআন বিষয়ক সম্পাদক, হাফিজ মাওলানা মশতাক আহমদ, সহ তাফসিরুল কোরআন বিষয়ক সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান,

কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ:
মাওলানা শরীফ খান (ওয়েস্ট লন্ডন), মাওলানা নাজির উদ্দিন (ওয়েস্ট লন্ডন), আবু তাহের চৌধুরী, সৈয়দ রফিকুল হক রফু মিয়া, মো: ছাদিক আহমদ (লন্ডন), মাওলানা ছালাহ উদ্দিন বার্মিংহাম, হাফিজ সৈয়দ সোলেমান (সান্ডারল্যান্ড), সৈয়দ মুফিদ আহমদ (রচডেল), চৌধুরী মামনুন আহমদ, সৈয়দ আবুল কালাম (সান্ডারল্যান্ড), মো: কয়েছ আমহদ, হাফিজ ছাদিকুল ইসলাম, হাফিজ মাওলানা সৈয়দ জামিল ব্রেডফোর্ড, ইশতিয়াক চৌধুরী, মাহিদ চৌধুরী, মাওলানা মোফাসসিল আহমদ (পোর্টসমাউথ), মাওলানা শামসুল ইসলাম, মাওলানা ফখরুদ্দীন (রচডেল), মাওলানা আবদুল হক (রচডেল), সৈয়দ নাজির আহমদ (সান্ডারল্যান্ড), মাওলানা আনওয়ার (লন্ডন), মাওলানা ছাফওয়ান, মো: নাওয়াল হুছেন (লন্ডন), আশিক আলী (লন্ডন), হাফিজ মাওলানা রশিদ আহমদ, হাফিজ মাওলানা নাজমুল ইসলাম, শেখ মোদাব্বির হোসেন মধু মিয়া, মাওলানা সাইদুর রহমান।

 

 

১৭ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি

 

 

 

১৭ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটির সদস্যগন হচ্ছেন, হযরত মাওলানা শায়খ আসগর হুসেইন (প্রধান উপদেষ্টা), শায়খুল হাদীস মাওলানা ইমদাদুল হক হবিগঞ্জী, হযরত মাওলানা তহুর উদ্দিন (লন্ডন), হযরত মাওলানা জমশেদ আলী (লন্ডন), মাওলানা আশরাফ আলী শিকদার (ব্রাডফোর্ড), মাওলানা হাফিজ শায়খ সৈয়দ ইমাম উদ্দিন (সান্ডারল্যান্ড), মাওলানা শায়খ আবদুল জলিল (ব্রাডফোর্ড), মুফতি শায়খ সাইফুল ইসলাম (ব্রাডফোর্ড), আলহাজ্ব শামছুজ্জামান চৌধুরী (লন্ডন), মাওলানা আবদাল হুসেইন চৌধুরী (লন্ডন), মাওলানা আবদুর রহমান (হল), আলহাজ্ব সূফী মিয়া (লন্ডন), আলহাজ্ব আবদুল জলিল (লন্ডন), ব্যারিষ্টার মাওলানা কুতুব উদ্দিন শিকদার (লন্ডন), কবি দবীরুল ইসলাম ইসলাম চৌধুরী (লন্ডন), আলহাজ্ব মাষ্টার সৈয়দ ফররুখ আহমদ (লন্ডন), আলহাজ্ব আবদুল বাইস (লন্ডন) প্রেস বিজ্ঞপ্তি

এখানে ক্লিক করে শেয়ার করুণ