০৩:০৭ পূর্বাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আসুন সরাসরি আল্লাহর কাছে প্রার্থনা করি : শাহ মমশাদ আহমদ

  • Update Time : ০৪:০৯:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৯ আগস্ট ২০২১
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ভদ্রলোক ইংল্যান্ড প্রবাসী। লামা বাজার এলাকায় বাসা।প্রাত্যঃভ্রমন কালেপরিচয়। গতকাল তাঁর মা গুরুতর অসুস্থ জানিয়ে আমাকে একটি খতমে নারী পড়াবার ব্যবস্থা
করার অনুরুধ করলেন, হাজার দশেক টাকা সমজিয়ে দিতে চাইলেন। আমি সবিনয় প্রত্যাখ্যান করে টাকা গুলো অসহায় মানুষের মধ্যে সাদাকা হিসেবে বন্টনের অনুরুধ করলাম।

কুরআনে মাজীদে আল্লাহ পাকের নির্দেশ,
واستعينوا بالصبر والصلاة،،،بقره
(বিপদকালে)তোমরা সাবার ও নামাজের মাধ্যমে আল্লাহর সাহায্য চাও।

তাকে স্মরণ করিয়ে বেশি হারে নফল নামাজ আদায়ের পরামর্শ দিলাম। আলহামদুলিল্লাহ, আজ আমাকে দেখেই আনন্দে ঝাপটে ধরলেন, অঝোরে কাঁদছিলেন।
জিজ্ঞাসা করলাম, ব্যাপার কী?
বললেন, আপনার পরামর্শ  অনুযায়ী টাকাগুলো সাদাকা করি, প্রশান্তির সাথে দুরাকাত নামাজ পড়ে আইসিউতে থাকা আম্মাকে দেখতে যাই, আমাকে দেখেই দুসপ্তাহ যাবত কথা বলতে অক্ষম আম্মা কথা বলতে শুরু করেন।
অনেকটা সুস্থ হওয়ায় এখন তিনি কেবিনে আছেন।
তাঁর কথা শুনে নিজে ও কান্না সংবরণ করতে পারিনি। হায়! আমরা সামান্য বিপদে ঘাবড়ে যাই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাওয়ার মত চাইতে পারিনা!
নিজের ঘনিষ্ঠ কোন ধনী ব্যক্তির কাছে কারো মাধ্যমে সাহায্য চাইলে ব্যক্তিটি রাগান্বিত হয়, সরাসরি না বলায় অভিমান করে। মহান রাব্বুল আলামিনের চেয়ে ঘনিষ্ঠ আর
কে হতে পারে?

যে কোন সমস্যা সরাসরি আল্লাহর নিকট পেশ
করার চেষ্টা করা উচিত। আসুন, আল্লাহ নির্দেশিত পথে সাবার ও নামাজের মাধ্যমে বিপদ উত্তরনের চেষ্টা করি।
ইনশাআল্লাহ, আল্লাহ ফিরিয়ে দেবেননা। আল্লাহ তাওফিক দিন। লেখক: মুহাদ্দিস ও কলামিস্ট, সিলেট।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

আসুন সরাসরি আল্লাহর কাছে প্রার্থনা করি : শাহ মমশাদ আহমদ

Update Time : ০৪:০৯:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৯ আগস্ট ২০২১

ভদ্রলোক ইংল্যান্ড প্রবাসী। লামা বাজার এলাকায় বাসা।প্রাত্যঃভ্রমন কালেপরিচয়। গতকাল তাঁর মা গুরুতর অসুস্থ জানিয়ে আমাকে একটি খতমে নারী পড়াবার ব্যবস্থা
করার অনুরুধ করলেন, হাজার দশেক টাকা সমজিয়ে দিতে চাইলেন। আমি সবিনয় প্রত্যাখ্যান করে টাকা গুলো অসহায় মানুষের মধ্যে সাদাকা হিসেবে বন্টনের অনুরুধ করলাম।

কুরআনে মাজীদে আল্লাহ পাকের নির্দেশ,
واستعينوا بالصبر والصلاة،،،بقره
(বিপদকালে)তোমরা সাবার ও নামাজের মাধ্যমে আল্লাহর সাহায্য চাও।

তাকে স্মরণ করিয়ে বেশি হারে নফল নামাজ আদায়ের পরামর্শ দিলাম। আলহামদুলিল্লাহ, আজ আমাকে দেখেই আনন্দে ঝাপটে ধরলেন, অঝোরে কাঁদছিলেন।
জিজ্ঞাসা করলাম, ব্যাপার কী?
বললেন, আপনার পরামর্শ  অনুযায়ী টাকাগুলো সাদাকা করি, প্রশান্তির সাথে দুরাকাত নামাজ পড়ে আইসিউতে থাকা আম্মাকে দেখতে যাই, আমাকে দেখেই দুসপ্তাহ যাবত কথা বলতে অক্ষম আম্মা কথা বলতে শুরু করেন।
অনেকটা সুস্থ হওয়ায় এখন তিনি কেবিনে আছেন।
তাঁর কথা শুনে নিজে ও কান্না সংবরণ করতে পারিনি। হায়! আমরা সামান্য বিপদে ঘাবড়ে যাই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাওয়ার মত চাইতে পারিনা!
নিজের ঘনিষ্ঠ কোন ধনী ব্যক্তির কাছে কারো মাধ্যমে সাহায্য চাইলে ব্যক্তিটি রাগান্বিত হয়, সরাসরি না বলায় অভিমান করে। মহান রাব্বুল আলামিনের চেয়ে ঘনিষ্ঠ আর
কে হতে পারে?

যে কোন সমস্যা সরাসরি আল্লাহর নিকট পেশ
করার চেষ্টা করা উচিত। আসুন, আল্লাহ নির্দেশিত পথে সাবার ও নামাজের মাধ্যমে বিপদ উত্তরনের চেষ্টা করি।
ইনশাআল্লাহ, আল্লাহ ফিরিয়ে দেবেননা। আল্লাহ তাওফিক দিন। লেখক: মুহাদ্দিস ও কলামিস্ট, সিলেট।

এখানে ক্লিক করে শেয়ার করুণ