০২:৪৩ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আসুন ত্রান বন্টনকারীদের ত্রুটি না খোঁজে অনুপ্রানিত করি : শাহ মমশাদ আহমদ

  • Update Time : ০৭:০৭:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুন ২০২২
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

আমাদের উচিত মৌমাছির মত হওয়া। মৌমাছি সর্বদা মিষ্টি খোঁজে, তিক্ততা এড়িয়ে চলে। মাছির মত নয়, সবসময় ক্ষত খুঁজে বেড়ায়।
তিক্ত হলে সত্য,আমরা কিন্তু মাছির মতো। শুধু ক্ষত খুঁজে বেড়াই।
কোঠি টাকার ত্রাণ তৎপরতা দেখিনা। সুষ্ঠ বন্টন হচ্ছেনা অভিযোগ করি।

 

“প্রিয় ভাই শায়েখ আহমাদুল্লাহ”যিনি মানবতার ফেরিওয়ালা শুধু নয়, মানবতার মহাজন। তাঁর বিশাল কর্মযজ্ঞ দেখিনা। তাঁর মধ্যে আহলে হাদীসের গন্ধ খুঁজি। ইসলামী আন্দোলন বাংলাদেশ। পীর সাহেব চরমোনাইর নির্দেশনায় যেখানেই বিপর্যস্ত মানবতা, সেখানেই আন্দোলনের কর্মীরা ঝাপিয়ে পড়ে। জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে।আমাদের চোখে তাদের ক্ষুদ্র হাতপাখা প্রতিক দেখা যায়, মানবপ্রেম দেখা যায়না।

 

জামাতের আমীর ডাঃ শফিকুর রহমান। সিলেটি মায়ের গর্বিত সন্তান। বৃদ্ধ বয়সেও বন্যার্তদের পাশে দাড়াচ্ছেন। সাদা পাজামা পাঞ্জাবি আর সফেদ দাড়ির মানুষটির বিশাল সাদা অংশে আমাদের নজর পড়েনা। আমরা একটি কালো দাগের খুঁজে আছি।

 

তালামিযে ইসলাম ও আঞ্জুমানে আল-ইসলাহকে মাঠে খুজে বেড়াই কিন্তু তাদের মুল নেতা, ফুলতলী পীর সাহেবের সাহেবযাদা মাওলানা এমাদ উদ্দিন ফুলতলি দাঃ বাঃ এর রাতের আধারে বন্যার্তদের পাশে দাঁড়ানো। নীরবে কোটি টাকা অনুদানের খবর নেইনা।

 

খেলাফত মজলিস। একটি ইসলামী রাজনৈতিক দল। পত্রিকার ভাষ্যমতে ত্রিশ হাজার বন্যার্তদের মধ্যে দলটির কর্মীরা খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।

 

জমিয়তে উলামায়ে ইসলাম। উলামায়ে কেরামের ঐতিহ্যবাহী রাজনৈতিক সংগঠন। দুর্গত মানুষের সেবায় দলের প্রবীন ও নবীন নেতাদের সমন্বয়ে ত্রান তৎপরতা বোদ্ধামহলের নজর কেড়েছে।

 

সিয়ানাহ ট্রাষ্ট। সিলেটের প্রতিভাবান আলেমদের সৃজনশীল কাফেলা। দুর্গতদের সেবায় তাদের কার্যক্রম অনুপ্রেরণা দায়ক।

জামেয়া মাদানিয়া কাজির বাজার, জামেয়া মাদানিয়া আঙ্গুরা মুহাম্মাদপুর, জামেয়া মাহমুদিয়া সুবহানীঘাট সহ কওমী মাদরাসাগুলো একেকটা আশ্রয় কেন্দ্র। দুঃস্থ মানবতার ভরসার স্থল।
সৃজনঘর। তরুণ প্রতিশ্রুতিশীল আলেমদের প্লাটফর্ম। সৃজনঘরের প্রতিটি কর্মী আর্তমানবতার সেবায় একেকজন অতন্দ্র প্রহরী। এমন হাজারো মানবতা দরদী সংগঠন, প্রতিষ্ঠান আর ব্যক্তিদের সেবা কার্যক্রম আমাদের দৃষ্টি এড়িয়ে যায়। কিন্তু ডকুমেন্টারি হিসেবে অথবা অন্যকে উৎসাহিত করার মানসে তাদের দু’একটা ছবি আমাদের নজরএড়ায়না। আমরা ইখলাসের পরিপন্থিতা খুজি বেড়াই।

 

আলেম উলামাদের খেদমত দেখার জন্য অন্তত একবার সিলেটের প্রবেশ মুখ শেরপুর টোলপ্লাজায় কিছু সময় দাড়িয়ে থাকা উচিত।মাল বোঝাই ট্রাকের সারি, আগে পিছে আলেমদের কাফেলা হয়তো মিডিয়ার নজরে পড়েবেনা। কিন্তু আল্লাহর নজরের বাইরে নয়।
“মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য” শ্লোগান দিয়ে যারা মাঠে কাজ করছেন। উনাদের অনেকের উদ্দেশ্য মানুষের সন্তুষ্টি অর্জন। মানুষের মধ্যে খ্যাতি লাভ করা। আর আলেম উলামাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে, আল্লাহর সন্তুষ্টি অর্জন। আলেম উলামার কাজ মানুষের জন্য নয়, আল্লাহর জন্য। যেহেতু আল্লাহ বলেছেন,,
ان صلوتى و نسكى و محياى و مماتى لله رب العالمين،
আল্লাহ আমাদের ইখলাসের সাথে মানুষের কল্যাণে কাজ করার তাওফিক দিন।

 

লেখক: মুহাদ্দিস ও কলামিস্ট, সিলেট।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

আসুন ত্রান বন্টনকারীদের ত্রুটি না খোঁজে অনুপ্রানিত করি : শাহ মমশাদ আহমদ

Update Time : ০৭:০৭:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুন ২০২২

আমাদের উচিত মৌমাছির মত হওয়া। মৌমাছি সর্বদা মিষ্টি খোঁজে, তিক্ততা এড়িয়ে চলে। মাছির মত নয়, সবসময় ক্ষত খুঁজে বেড়ায়।
তিক্ত হলে সত্য,আমরা কিন্তু মাছির মতো। শুধু ক্ষত খুঁজে বেড়াই।
কোঠি টাকার ত্রাণ তৎপরতা দেখিনা। সুষ্ঠ বন্টন হচ্ছেনা অভিযোগ করি।

 

“প্রিয় ভাই শায়েখ আহমাদুল্লাহ”যিনি মানবতার ফেরিওয়ালা শুধু নয়, মানবতার মহাজন। তাঁর বিশাল কর্মযজ্ঞ দেখিনা। তাঁর মধ্যে আহলে হাদীসের গন্ধ খুঁজি। ইসলামী আন্দোলন বাংলাদেশ। পীর সাহেব চরমোনাইর নির্দেশনায় যেখানেই বিপর্যস্ত মানবতা, সেখানেই আন্দোলনের কর্মীরা ঝাপিয়ে পড়ে। জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে।আমাদের চোখে তাদের ক্ষুদ্র হাতপাখা প্রতিক দেখা যায়, মানবপ্রেম দেখা যায়না।

 

জামাতের আমীর ডাঃ শফিকুর রহমান। সিলেটি মায়ের গর্বিত সন্তান। বৃদ্ধ বয়সেও বন্যার্তদের পাশে দাড়াচ্ছেন। সাদা পাজামা পাঞ্জাবি আর সফেদ দাড়ির মানুষটির বিশাল সাদা অংশে আমাদের নজর পড়েনা। আমরা একটি কালো দাগের খুঁজে আছি।

 

তালামিযে ইসলাম ও আঞ্জুমানে আল-ইসলাহকে মাঠে খুজে বেড়াই কিন্তু তাদের মুল নেতা, ফুলতলী পীর সাহেবের সাহেবযাদা মাওলানা এমাদ উদ্দিন ফুলতলি দাঃ বাঃ এর রাতের আধারে বন্যার্তদের পাশে দাঁড়ানো। নীরবে কোটি টাকা অনুদানের খবর নেইনা।

 

খেলাফত মজলিস। একটি ইসলামী রাজনৈতিক দল। পত্রিকার ভাষ্যমতে ত্রিশ হাজার বন্যার্তদের মধ্যে দলটির কর্মীরা খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।

 

জমিয়তে উলামায়ে ইসলাম। উলামায়ে কেরামের ঐতিহ্যবাহী রাজনৈতিক সংগঠন। দুর্গত মানুষের সেবায় দলের প্রবীন ও নবীন নেতাদের সমন্বয়ে ত্রান তৎপরতা বোদ্ধামহলের নজর কেড়েছে।

 

সিয়ানাহ ট্রাষ্ট। সিলেটের প্রতিভাবান আলেমদের সৃজনশীল কাফেলা। দুর্গতদের সেবায় তাদের কার্যক্রম অনুপ্রেরণা দায়ক।

জামেয়া মাদানিয়া কাজির বাজার, জামেয়া মাদানিয়া আঙ্গুরা মুহাম্মাদপুর, জামেয়া মাহমুদিয়া সুবহানীঘাট সহ কওমী মাদরাসাগুলো একেকটা আশ্রয় কেন্দ্র। দুঃস্থ মানবতার ভরসার স্থল।
সৃজনঘর। তরুণ প্রতিশ্রুতিশীল আলেমদের প্লাটফর্ম। সৃজনঘরের প্রতিটি কর্মী আর্তমানবতার সেবায় একেকজন অতন্দ্র প্রহরী। এমন হাজারো মানবতা দরদী সংগঠন, প্রতিষ্ঠান আর ব্যক্তিদের সেবা কার্যক্রম আমাদের দৃষ্টি এড়িয়ে যায়। কিন্তু ডকুমেন্টারি হিসেবে অথবা অন্যকে উৎসাহিত করার মানসে তাদের দু’একটা ছবি আমাদের নজরএড়ায়না। আমরা ইখলাসের পরিপন্থিতা খুজি বেড়াই।

 

আলেম উলামাদের খেদমত দেখার জন্য অন্তত একবার সিলেটের প্রবেশ মুখ শেরপুর টোলপ্লাজায় কিছু সময় দাড়িয়ে থাকা উচিত।মাল বোঝাই ট্রাকের সারি, আগে পিছে আলেমদের কাফেলা হয়তো মিডিয়ার নজরে পড়েবেনা। কিন্তু আল্লাহর নজরের বাইরে নয়।
“মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য” শ্লোগান দিয়ে যারা মাঠে কাজ করছেন। উনাদের অনেকের উদ্দেশ্য মানুষের সন্তুষ্টি অর্জন। মানুষের মধ্যে খ্যাতি লাভ করা। আর আলেম উলামাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে, আল্লাহর সন্তুষ্টি অর্জন। আলেম উলামার কাজ মানুষের জন্য নয়, আল্লাহর জন্য। যেহেতু আল্লাহ বলেছেন,,
ان صلوتى و نسكى و محياى و مماتى لله رب العالمين،
আল্লাহ আমাদের ইখলাসের সাথে মানুষের কল্যাণে কাজ করার তাওফিক দিন।

 

লেখক: মুহাদ্দিস ও কলামিস্ট, সিলেট।

এখানে ক্লিক করে শেয়ার করুণ