০৪:৫০ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আলার মার ডালা

  • Update Time : ০৫:২৬:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২ ফেব্রুয়ারি ২০২৪
  • / ৩ বার নিউজটি পড়া হয়েছে

কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ

আলার মার ডালা
কি করবে কালো,
জীবন তার ভালো,
ভালো কিছু করলে জ্বালা।

নিজে উপরে ওঠা
এ জন্য তার গলে মালা,
অন্য বাঁচুক বা মরুক
তাতে কি
নেতা থাকতে চায় আলা।

গ্রামের লোক ভালো
নেতাজী স্বার্থের জন্য করে মেলা,
লোকদের নিয়ে নেতাজীর খেলা
স্বার্থ ফুরালে কাছে নাই
লোকদের বাড়ে জ্বালা।

সরলমনাদের নিয়ে খেলা
আল্লাহ করবে বিচার প্রাণ খোলা,
তার পরও চায় ভালো
নেতাজী আখের গোছাতে
রাতভিরাম পাড়হয় বেলা।

লেখকঃ কাজী ও সাংবাদিক

এখানে ক্লিক করে শেয়ার করুণ

আলার মার ডালা

Update Time : ০৫:২৬:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২ ফেব্রুয়ারি ২০২৪

কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ

আলার মার ডালা
কি করবে কালো,
জীবন তার ভালো,
ভালো কিছু করলে জ্বালা।

নিজে উপরে ওঠা
এ জন্য তার গলে মালা,
অন্য বাঁচুক বা মরুক
তাতে কি
নেতা থাকতে চায় আলা।

গ্রামের লোক ভালো
নেতাজী স্বার্থের জন্য করে মেলা,
লোকদের নিয়ে নেতাজীর খেলা
স্বার্থ ফুরালে কাছে নাই
লোকদের বাড়ে জ্বালা।

সরলমনাদের নিয়ে খেলা
আল্লাহ করবে বিচার প্রাণ খোলা,
তার পরও চায় ভালো
নেতাজী আখের গোছাতে
রাতভিরাম পাড়হয় বেলা।

লেখকঃ কাজী ও সাংবাদিক

এখানে ক্লিক করে শেয়ার করুণ