০৪:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আম্মা যখন আমার দায়িত্বে ছিলেন
- Update Time : ০৯:৪১:৩০ অপরাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৪
- / ৭ বার নিউজটি পড়া হয়েছে
শেখ সুহেব আহমদ
আম্মা যখন আমার দায়িত্বে ছিলেন
তখন আমার জীবন ছিল ঝলমলে রোদ্দুর
প্রতিদিন ভোরে পাখির কিচিরমিচির, হিমেল হাওয়ায় আর মুরুগের ডাকে আমার ঘুম ভাঙতো।
আম্মা যখন আমার দায়িত্বে ছিলেন
তখন মক্তব, মসজিদ, স্কুল ছিল আমার প্রিয় ঠিকানা
কায়দা, সিপারা, কোরআনের বিশুদ্ধ তেলওয়াতে আমি মুখরিত ছিলাম।
আম্মার আঁচলের ছায়া ছিল আমার পবিত্র জায়নামাজ।
আমি যখন আমার মতো করে পথ চলতে শুরু করলাম
সেই থেকে আর ভোরের সূর্য দেখিনা
তখন থেকে ঘুম ভাঙতে দুপুর হয়, দুপুর গড়িয়ে বিকাল
আম্মা আমার ঘুমের বিলাসিতা দেখে আমাকে নবাব উপাধি দিলেন।
আম্মার ধমক শুনে ছুঁচো ইঁদুরের মতো বিছানা থেকে পালাই।
ঘর থেকে বের হয় দেখি রৌদ্রেরঝাঁজ আমাকে পোড়াচ্ছে ভীষণ
আবার যখন তোমার সুশীতল আঁচলের ছায়ায় ঘুমাতে যাবো মা
জন্মের ঘুম ঘুমাতে দিও।
কবি: ইতালি প্রবাসী, গ্রাম: ইসলামপুর, সৈয়দপুর, জগন্নাথপুর, সুনামগঞ্জ।




























