আবার কোরআনের পাখিদের মধুর সুরে প্রভাতে ভাঙিবে তব নিদ্রা : মোঃ আব্দুল তাহিদ
- Update Time : ১২:১০:০৭ পূর্বাহ্ন, বুধবার, ৩০ মার্চ ২০২২
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
বিগত দুই বৎসর যাবৎ বিশ্বে মহামারি করোনা ভাইরাসে দেশের সর্বত্র জায়গায় লকডাউনে অফিস আদালত, শিক্ষা প্রতিষ্ঠান, সভা সমাবেশ, ওয়াজ মাহফিল, ধর্মীয় আচার অনুষ্ঠান সহ মক্তব মাদ্রাসা বন্ধ থাকায় পবিত্র রমদ্বান মাসে বন্ধ ছিল দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাষ্টের প্রধান কেন্দ্র সহ শাখা কেন্দ্র গুলো। কোথাও শুনা যায়নি পবিত্র কোরআনের পাখিদের মধুর কন্ঠ, শুনা যায়নি
ক্বারী সাহেবদের কন্ঠে আম মশ্কের বিশুদ্ধ কোরআন তিলাওয়াত।
আল্লাহর অশেষ মেহেরবানীর বদৌলতে ২০২২ইং- তে আবার রমদ্বান মাস আমাদের জন্য নিয়ে এলো বেহেস্তী সওদা। রহমত, মাগফিরাত, ও নাজাত। তাই নতুন সাজে সজ্জিত ও উজ্জীবিত হয়ে প্রথম রমদ্বান থেকে শুরু হবে সহি শুদ্ধ কোরআন শিক্ষা এবং তিলাওয়াতের প্রতিযোগিতা। প্রতিদিন সকাল ৮টায় শুনা যাবে প্রধান ক্বারী সাহেবদের কন্ঠে বিশুদ্ধ কোরআন তিলাওয়াত এবং ছাত্র /ছাত্রীদেরকে নিয়ে ক্বিরাতের আম মশ্ক। আবার কোরআনের পাখিদের মধুর সুরে ও পদচারণায় পরিপূর্ণ হবে দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাষ্টের প্রতিটি আঙিনা। লেখক: সাংবাদিক ও কলামিস্ট, জগন্নাথপুর, সুনামগঞ্জ।



























