আপনাদের সন্তান হিসেবে সকল ভুল ভ্রান্তি ক্ষমা করে আবারও সংসদে কথা বলার সুযোগ দিন- এড. মাওঃ শাহীনুর পাশা চৌধুরী
- Update Time : ০৮:২২:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
- / ৩ বার নিউজটি পড়া হয়েছে
{"msource":{"from":"Gallery"},"tools_used":{"crop":0,"free_crop":0,"shape_crop":0,"selection":0,"clone":0,"motion":0,"stretch":0,"curves":0,"adjust":0,"enhance":0,"resize":0,"flip_rotate":0},"total_effects_time":0,"total_editor_time":1446,"total_drawing_time":0,"total_effects_actions":0,"effects_applied":0,"total_editor_actions":{"frame":0,"mask":0,"sticker":0,"clipart":0,"lensflare":0,"callout":0,"border":0,"text":0,"shape_mask":0},"draw":{"layers_used":0,"total_draw_actions":0},"photos_added":0}
ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক এমপি এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী বলেছেন, দীর্ঘ ৪০ বৎসর যাবত আমি আপনাদের সুখে-দুঃখে পাশে ছিলাম, ভবিষ্যতেও পাশে থাকব ইনশাআল্লাহ। তিনি বলেন আমি আপনাদের সন্তান আমার কথায় কাজে ও ব্যবহারে কোন কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করে দিয়ে জগন্নাথপুর ও শান্তিগঞ্জের উন্নয়নে আবারও সংসদে কথা বলার সুযোগ দিন। তিনি আজ মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে বাংলাদেশ খেলাফত মজলিস সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ৭নং সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন শাখার উদ্যোগে স্থানীয় সৈয়দপুর বাজারে অনুষ্ঠিত বিশাল কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন। ইউনিয়ন সভাপতি মাওলানা সৈয়দ সানাওয়ার আলীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা শামসুদ্দিন আহমদ ও মাওলানা সৈয়দ শামীম আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলার উপদেষ্টা মাওলানা সৈয়দ আমিরুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার সহ-সভাপতি মাওলানা শায়খ সৈয়দ মসহুদ হুসেন, বাংলাদেশ খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলার সহ-সভাপতি মাওলানা সৈয়দ শাহীদ আহমদ, সাবেক সহ-সভাপতি মাওলানা নুরুল আলম খান জাহাঙ্গীর, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আল্লামা আনসারী রহ. এর সুযোগ্য সন্তান ব্রাহ্মণ বাড়িয়া- ৩ আসেনে দলীয় সংসদ সদস্য পদপ্রার্থী হাফিজ মাওলানা সাইফুল্লাহ আনসারী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলার সাধারণ সম্পাদক জননেতা হাফিজ সৈয়দ জয়নুল ইসলাম,




























