১১:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ১৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আনজুমানে আল ইসলাহ ইউকের নতুন কমিটি গঠন

  • Update Time : ০৩:৩৫:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০১৭
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

১০ এপ্রিল সোমবার ম্যানচেস্টারে অনুষ্ঠিত ত্রিবার্ষিক সাধারণ সভায় আনজুমানে আল ইসলাহ ইউকের প্রত্যেক ডিভিশনের নির্বাচিত প্রতিনিধিদের প্রত্যক্ষ মতামতের ভিত্তিতে শায়খুল হাদীস হাফিজ আবদুল জলিলকে প্রেসিডেন্ট, মাওলানা মোহাম্মদ হাসান চৌধুরীকে জেনারেল সেক্রেটারী এবং আলহাজ¦ আবদুস সালামকে ট্রেজারার করে ২০১৭ থেকে ২০২০ সালের জন্য ২৯ সদস্য বিশিষ্ট তিন বছর মেয়াদী নতুন সেন্ট্রাল কমিটি ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও প্রধান অতিথি বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর মুহতারাম সভাপতি আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী।  কমিটির অন্যান্য সদস্যরা হলেন, ভাইস প্রেসিডেন্ট মাওলানা নজরুল ইসলাম (লন্ডন), মাওলানা সাদ উদ্দিন সিদ্দিকী (লুটন), মাওলানা ফখরুল হাসান রুতবাহ (ম্যানচেস্টার), মাওলানা শেহাব উদ্দীন (লন্ডন), মোহাম্মদ খুরশিদুল হক (টিপটন), জয়েন্ট সেক্রেটারী মাওলানা এমএকাদির আল হাসান (বার্মিংহাম), মোহাম্মদ বদরুল ইসলাম (লন্ডন), মাওলানা ফরিদ আহমদ চৌধুরী (লন্ডন), অর্গেনাইজিং সেক্রেটারি হাফিজ কয়েছুজ্জামান (লন্ডন), এডুকেশন এন্ড ট্রেনিং সেক্রেটারি মাওলানা সালমান আহমদ চৌধুরী (ওল্ডহ্যাম), প্রেস এন্ড পাবলিসিটি সেক্রেটারি মাওলানা খায়রুল হুদা খান (ম্যানচেস্টার), ওয়েলফেয়ার সেক্রেটারি মোহাম্মদ মিসবাউর রহমান (বার্মিংহাম), মেম্বারশিপ সেক্রেটারি শওকত সিদ্দিকী, কাউন্সিল মেম্বার মাওলানা আবদুল কাহ্হার (লন্ডন), হাফিজ মাওলানা হেলাল উদ্দিন (কিথলী), মাওলানা এমএ আউয়াল হেলাল (লন্ডন), মাওলানা আবদুল মতিন (ব্রাডফোর্ড), হাফিজ সাব্বির আহমদ (কভেন্ট্রি), মাওলানা রফিক আহমদ (বার্মিংহাম), মাওলানা আবদুল কুদ্দুস (লন্ডন), তৌফিক আলী মিনার (বেডফোর্ড), আফতাব আহমদ (নর্থাম্পটন), মোহাম্মদ আবুল কালাম (ওল্ডহ্যাম), হাফিজ বুরহান (লন্ডন), (পদাধিকার বলে) লাতিফিয়া ক্বারী সোসাইটির প্রেসিডেন্ট এবং ইয়ুথ ফোরামের প্রেসিডেন্ট। একই অধিবেশনে আনজুমানে আল ইসলাহ ইউকে এর অঙ্গসংগঠন লাতিফিয়া উলামা সোসাইটির প্রেসিডেন্ট হিসেবে দারুল হাদীস লাতিফিয়ার শিক্ষক মাওলানা শেহাব উদ্দীন গোটারগ্রামীকে মনোনীত করা হয়। ইংল্যান্ডে বসবাসরত উলামায়ে কিরামের সমন্বয়ে পূর্ণাঙ্গ কমিটি শীঘ্রই গঠন করা হবে বলে জানানো হয়। সংবাদ প্রেস বিজ্ঞপ্তি

এখানে ক্লিক করে শেয়ার করুণ

আনজুমানে আল ইসলাহ ইউকের নতুন কমিটি গঠন

Update Time : ০৩:৩৫:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০১৭

১০ এপ্রিল সোমবার ম্যানচেস্টারে অনুষ্ঠিত ত্রিবার্ষিক সাধারণ সভায় আনজুমানে আল ইসলাহ ইউকের প্রত্যেক ডিভিশনের নির্বাচিত প্রতিনিধিদের প্রত্যক্ষ মতামতের ভিত্তিতে শায়খুল হাদীস হাফিজ আবদুল জলিলকে প্রেসিডেন্ট, মাওলানা মোহাম্মদ হাসান চৌধুরীকে জেনারেল সেক্রেটারী এবং আলহাজ¦ আবদুস সালামকে ট্রেজারার করে ২০১৭ থেকে ২০২০ সালের জন্য ২৯ সদস্য বিশিষ্ট তিন বছর মেয়াদী নতুন সেন্ট্রাল কমিটি ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও প্রধান অতিথি বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর মুহতারাম সভাপতি আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী।  কমিটির অন্যান্য সদস্যরা হলেন, ভাইস প্রেসিডেন্ট মাওলানা নজরুল ইসলাম (লন্ডন), মাওলানা সাদ উদ্দিন সিদ্দিকী (লুটন), মাওলানা ফখরুল হাসান রুতবাহ (ম্যানচেস্টার), মাওলানা শেহাব উদ্দীন (লন্ডন), মোহাম্মদ খুরশিদুল হক (টিপটন), জয়েন্ট সেক্রেটারী মাওলানা এমএকাদির আল হাসান (বার্মিংহাম), মোহাম্মদ বদরুল ইসলাম (লন্ডন), মাওলানা ফরিদ আহমদ চৌধুরী (লন্ডন), অর্গেনাইজিং সেক্রেটারি হাফিজ কয়েছুজ্জামান (লন্ডন), এডুকেশন এন্ড ট্রেনিং সেক্রেটারি মাওলানা সালমান আহমদ চৌধুরী (ওল্ডহ্যাম), প্রেস এন্ড পাবলিসিটি সেক্রেটারি মাওলানা খায়রুল হুদা খান (ম্যানচেস্টার), ওয়েলফেয়ার সেক্রেটারি মোহাম্মদ মিসবাউর রহমান (বার্মিংহাম), মেম্বারশিপ সেক্রেটারি শওকত সিদ্দিকী, কাউন্সিল মেম্বার মাওলানা আবদুল কাহ্হার (লন্ডন), হাফিজ মাওলানা হেলাল উদ্দিন (কিথলী), মাওলানা এমএ আউয়াল হেলাল (লন্ডন), মাওলানা আবদুল মতিন (ব্রাডফোর্ড), হাফিজ সাব্বির আহমদ (কভেন্ট্রি), মাওলানা রফিক আহমদ (বার্মিংহাম), মাওলানা আবদুল কুদ্দুস (লন্ডন), তৌফিক আলী মিনার (বেডফোর্ড), আফতাব আহমদ (নর্থাম্পটন), মোহাম্মদ আবুল কালাম (ওল্ডহ্যাম), হাফিজ বুরহান (লন্ডন), (পদাধিকার বলে) লাতিফিয়া ক্বারী সোসাইটির প্রেসিডেন্ট এবং ইয়ুথ ফোরামের প্রেসিডেন্ট। একই অধিবেশনে আনজুমানে আল ইসলাহ ইউকে এর অঙ্গসংগঠন লাতিফিয়া উলামা সোসাইটির প্রেসিডেন্ট হিসেবে দারুল হাদীস লাতিফিয়ার শিক্ষক মাওলানা শেহাব উদ্দীন গোটারগ্রামীকে মনোনীত করা হয়। ইংল্যান্ডে বসবাসরত উলামায়ে কিরামের সমন্বয়ে পূর্ণাঙ্গ কমিটি শীঘ্রই গঠন করা হবে বলে জানানো হয়। সংবাদ প্রেস বিজ্ঞপ্তি

এখানে ক্লিক করে শেয়ার করুণ