আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৩০
- Update Time : ০২:১৪:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের দিরাইয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী ও শিশু সহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে সুনামগঞ্জের দিরাই উপজেলার রাজানগর ইউনিয়নের জাহানপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, গোলাপ মিয়া ও ফিরুজ মিয়ার গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে মসজিদের ফান্ড ও গ্রামের বিভিন্ন বিষয়ে মতবিরোধ চলছিল। বিষয়টি নিয়ে আগেও থানায় অভিযোগ ও বিচার শালিসে নিষ্পত্তি হয়েছে, কিন্তু পূর্বের রেষ ঠিকমতো মিটেনি। সোমবার খেয়ানৌকা পারাপারের এলাকায় পঞ্চায়েত গ্রুপের সদস্যরা গোলাপ মিয়ার লোকজনের সঙ্গে কথাকাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষে লিপ্ত হয়। আহতরা হলেন- সামিয়া বেগম (২০), হুসনা বেগম (৩৫), কাসেম মিয়া (৩৬), সফিক মিয়া (৩৭), নাজির মিয়া (৩৮), সাবু মিয়া (৪০), নাসির মিয়া (৪১), লাল মিয়া (৫৫), সেন্টু মিয়া (৪৫), কামাল মিয়া (৩৫), রাবিয়া বেগম (৩৫), আজিজুল মিয়া (৩৫), সালাতুল বেগম (২৬), আলী আকবর (৫০), মিজান মিয়া (২৯), করমুস মিয়া (২৯), শাহবাজ (৫৬), এরশাদ (৩৩), সরলা বেগম (৪৫), সাক্কল মিয়া (৪৫), রুজেল মিয়া (১২), আশিক মিয়া (৩২), ইসলাম মিয়া (৩৫), সাগর মিয়া (২২), তাহেরা বেগম (২০), জবনুর মিয়া (২২), কাসেম (৩৫)। আহতদের মধ্যে ১০ জনকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে, গুরুতর আহত ২০ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

























