আগামী জাতীয় সংসদ নির্বাচনই আমার জীবনের শেষ নির্বাচন: নাছির উদ্দিন
- Update Time : ০২:৫২:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
- / ৬ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক আহবায়ক ও সাবেক সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরী বলেছেন, “আপনারা আমাকে দুইবার উপজেলা চেয়ারম্যান এবং একবার এমপি বানিয়েছেন। আমি সবসময় আপনাদের সেবা করার চেষ্টা করেছি। অসুস্থতার সময়ে আপনারা সার্বক্ষণিক আমার খোঁজ নিয়েছেন, আপনাদের এই ভালোবাসার প্রতিদান দেওয়ার যোগ্যতা আমার নেই।” তিনি আরও বলেন, ‘আমি আগামী জাতীয় সংসদ নির্বাচন করতে চাই। এটা আমার জীবনের শেষ নির্বাচন। আমি আমৃত্যু আপনাদের পাশে থাকতে চাই। তাই আপনারা নির্বাচনের জন্য প্রস্তুত হোন।’ বুধবার (১০ সেপ্টেম্বর ) দুপুরে সুনামগঞ্জের দিরাই পৌর শহরের থানা পয়েন্টে দিরাই উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন দিরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রশিদ চৌধুরী। জনসভায় আরও বক্তব্য রাখেন দিরাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির তালুকদার, সদস্য আব্দাই মিয়া, নাছির চৌধুরীর কন্যা নাজিয়া চৌধুরীসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। নাছির চৌধুরী বলেন, আমি দীর্ঘদিন জনপ্রতিনিধি থাকলেও নিজের জন্য কিছুই করিনি। সবসময় আপনাদের সেবা করার চেষ্টা করেছি। আগামী জাতীয় সংসদ নির্বাচনেও আপনাদের দোয়া ও সমর্থন চাই।

























