০৫:৪২ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আওয়ামী লীগ সব দলকে সাথে নিয়ে নির্বাচনে অংশ নিতে চায় : শাজাহান খান

  • Update Time : ০৪:১৭:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মে ২০২২
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী শাজাহান খান এমপি বলেছেন, ‘আওয়ামী লীগ সকল দলকে সাথে নিয়ে নির্বাচনে অংশ নিতে চায়। কেননা আওয়ামী লীগ জনগণের দল, জনগণের উন্নয়নে কাজ করে, সব দলকে সাথে নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে চায়। ’ তিনি বলেন, ‘আওয়ামী লীগ ক্রান্তিকালে মানুষের অধিকার আদায়ে গঠন হয়েছিলো। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আওয়ামী লীগ মানুষের হৃদয়ে আছে, শত ষড়যন্ত্র ও চক্রান্ত এ দলকে রুখতে পারে নাই বরং জনগণের আস্থা অর্জন করে সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে এগিয়ে নিচ্ছে আওয়ামী লীগ। অথচ বিএনপি এ দেশকে ধ্বংস করার ষড়যন্ত্রে লিপ্ত। ’ সোমবার বিকেলে হাজিরহাট জাফরগঞ্জ মাদ্রাসা মাঠে হাজিরহাট থানা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শাজাহান খান বলেন, ‘১৯৭১ ও ৭৫ সালের খুনিদের সাথে নিয়ে বিএনপি নামক দল গঠন করেছিলো জিয়াউর রহমান। ক্ষমতায় থাকার জন্য অনেক নিরীহ মানুষকে হত্যা করেছিলো, মুক্তিযুদ্ধের মাধ্যমে এই স্বাধীন বাংলাদেশকে আবারও পাকিস্তান বানাতে চেয়েছিলো। জনগণ সেই সুযোগ না দিয়ে দেশ পরিচালনার দায়িত্ব আওয়ামী লীগকে দিয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় এসে দেশে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা এনেছে, নিরবিচ্ছিন্ন বিদুৎ, সড়কপথের উন্নয়ন করেছে ও শিক্ষায় আমুল পরিবর্তন করেছে। সেই সাথে সারাদেশের মতো রংপুর থেকে মঙ্গা নামক অভিশাপ দূর করে উন্নয়নের ধারায় নিয়েছে। তাই আগামী দিনে এই উন্নয়নের ধারাবাহিকতায় রংপুর থেকে জাতীয় নির্বাচনে জয় নিশ্চিত করতে হবে।

 

’সম্মেলনের উদ্বোধন করেন রংপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান সফি। এসময় হাজির হাট থানা সম্মেলন প্রস্ততি কমিটির আহবায়ক নবীউলাহ পান্নার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক, কেন্দ্রীয় সদস্য ও সাবেক এমপি এডভোকেট হোসনে আরা লুতফা ডালিয়া, কেন্দ্রীয় সদস্য এডভোকেট সফুরা খাতুন, রংপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক এডভোকেট রেজাউল করিম রাজু, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল। সম্মেলনে রংপুর জেলা ও মহানগর বিভাগের বিভিন্ন জেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, মহানগরের ৬টি ওয়ার্ড নিয়ে গঠিত রংপুর মেট্রোপলিটন হাজির হাট থানা। এ সম্মেলনে ২৭৬ জন দলীয় কাউন্সিলর প্রয়োগ করবেন তাদের ভোটাধিকার। এছাড়াও সকালে সার্কিট হাউসে রংপুর জেলার মুক্তিযোদ্ধা সংসদের সদ্য সাবেক কমান্ডারদের সাথে শাজাহান খান মতবিনিময় করেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

আওয়ামী লীগ সব দলকে সাথে নিয়ে নির্বাচনে অংশ নিতে চায় : শাজাহান খান

Update Time : ০৪:১৭:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মে ২০২২

ডেস্ক রিপোর্ট :: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী শাজাহান খান এমপি বলেছেন, ‘আওয়ামী লীগ সকল দলকে সাথে নিয়ে নির্বাচনে অংশ নিতে চায়। কেননা আওয়ামী লীগ জনগণের দল, জনগণের উন্নয়নে কাজ করে, সব দলকে সাথে নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে চায়। ’ তিনি বলেন, ‘আওয়ামী লীগ ক্রান্তিকালে মানুষের অধিকার আদায়ে গঠন হয়েছিলো। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আওয়ামী লীগ মানুষের হৃদয়ে আছে, শত ষড়যন্ত্র ও চক্রান্ত এ দলকে রুখতে পারে নাই বরং জনগণের আস্থা অর্জন করে সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে এগিয়ে নিচ্ছে আওয়ামী লীগ। অথচ বিএনপি এ দেশকে ধ্বংস করার ষড়যন্ত্রে লিপ্ত। ’ সোমবার বিকেলে হাজিরহাট জাফরগঞ্জ মাদ্রাসা মাঠে হাজিরহাট থানা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শাজাহান খান বলেন, ‘১৯৭১ ও ৭৫ সালের খুনিদের সাথে নিয়ে বিএনপি নামক দল গঠন করেছিলো জিয়াউর রহমান। ক্ষমতায় থাকার জন্য অনেক নিরীহ মানুষকে হত্যা করেছিলো, মুক্তিযুদ্ধের মাধ্যমে এই স্বাধীন বাংলাদেশকে আবারও পাকিস্তান বানাতে চেয়েছিলো। জনগণ সেই সুযোগ না দিয়ে দেশ পরিচালনার দায়িত্ব আওয়ামী লীগকে দিয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় এসে দেশে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা এনেছে, নিরবিচ্ছিন্ন বিদুৎ, সড়কপথের উন্নয়ন করেছে ও শিক্ষায় আমুল পরিবর্তন করেছে। সেই সাথে সারাদেশের মতো রংপুর থেকে মঙ্গা নামক অভিশাপ দূর করে উন্নয়নের ধারায় নিয়েছে। তাই আগামী দিনে এই উন্নয়নের ধারাবাহিকতায় রংপুর থেকে জাতীয় নির্বাচনে জয় নিশ্চিত করতে হবে।

 

’সম্মেলনের উদ্বোধন করেন রংপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান সফি। এসময় হাজির হাট থানা সম্মেলন প্রস্ততি কমিটির আহবায়ক নবীউলাহ পান্নার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক, কেন্দ্রীয় সদস্য ও সাবেক এমপি এডভোকেট হোসনে আরা লুতফা ডালিয়া, কেন্দ্রীয় সদস্য এডভোকেট সফুরা খাতুন, রংপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক এডভোকেট রেজাউল করিম রাজু, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল। সম্মেলনে রংপুর জেলা ও মহানগর বিভাগের বিভিন্ন জেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, মহানগরের ৬টি ওয়ার্ড নিয়ে গঠিত রংপুর মেট্রোপলিটন হাজির হাট থানা। এ সম্মেলনে ২৭৬ জন দলীয় কাউন্সিলর প্রয়োগ করবেন তাদের ভোটাধিকার। এছাড়াও সকালে সার্কিট হাউসে রংপুর জেলার মুক্তিযোদ্ধা সংসদের সদ্য সাবেক কমান্ডারদের সাথে শাজাহান খান মতবিনিময় করেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ