অাশারকান্দি ইউনিয়নে একজন শিক্ষক দিয়ে প্রতিদিন চলছে বিদ্যালয়
- Update Time : ০৩:০২:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ জানুয়ারি ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার অাশারকান্দি ইউনিয়নের ৭৪ নং পূর্ব তিলক সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিদ্যালয়ের কোড নং 601100803।
বিদ্যালয়টি ১৯০৩ ইংরেজিতে স্হাপিত হয়েছে। এই প্রতিষ্ঠান থেকে লেখাপড়া করে সরকারের সচিব, ডাক্তার, পাইলট, অাইনজিবি, জনপ্রতিনিধি, রাজনীতিবীদ, অালেম- উলামা, শিক্ষক, মুক্তিযোদ্ধা, সামাজিক ব্যাক্তিত্ব, দেশ বিদেশের গুরুত্বপূর্ণ ব্যাক্তিসহ সমাজের বিভিন্ন শ্রেণীর লোক তৈরি করেছে বিদ্যালয়টি।
কিন্তু অাজ শিক্ষকের অভাব শুন্তে খারাপ লাগলেও শেষ পর্যন্ত মেনে নিতে হচ্ছে, যা সত্য একজন শিক্ষক দিয়ে চলছে প্রতি দিন বিদ্যালয়। শিক্ষক পদ ৬ টি থাকা সত্তে বর্তমানে একজন প্রধান শিক্ষক আনোয়ার হোসেন এই শিক্ষা প্রতিষ্টান চালিয়ে যাচ্ছেন। বর্তমানে স্কুল কমিটির সভাপতি মো: মোনায়েম খান এর সহযোগিতায় একজন পেরা শিক্ষক নিযুক্ত আছেন।
এলাকাবাসীর পক্ষ থেকে স্হানীয় ইউনিয়ন চেয়ারম্যন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদের চেয়ারম্যান, এলাকাবাসীর ভোটে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য ও রাজনীতিবীদ, সমাজের সচেতন মহলের কাছে বিশেষ অনুরুধ করছেন বিদ্যালয়ের শিক্ষক সংটক সমাদানে এগিয়ে অাসার অাহবান জানাচ্ছেন।
শত বছরের উপরে ঐতিহ্যবাহি সুনামধন্য এ প্রতিষ্টানটি অাজ শিক্ষক সংকট যা অাদনা থেকে অার অাদনা (সাধারন মানুষও) সহজে মেনে নিবেনা কারন যে প্রতিষ্টান এতো দিন দান করেছে হাজার হাজার গুনিজন সে প্রতিষ্টানে অাজ শিক্ষক সংকট মেনে নেয়া কঠিন ব্যাপার।
এলাকার সচেতন সমাজকর্মী বাবুল খান মুন্না এ প্রতিবেদকে জানান, এই প্রতিষ্টানের ছাত্র ও তিলক গ্রামের সন্তান অাশরাফুল খান অাজ যুক্তরাজ্যের মেয়র নির্বাচিত হয়েছেন। তিনি প্রায় সময় এ বিদ্যালয়ের ব্যাপারেও অালোচনা করেন, তিনি ফেব্রুয়ারিতে দেশে অাসার কথা রয়েছে।


























