অাজ জগন্নাথপুরের কাতিয়া মাদ্রাসায় আল্লামা আরশাদ মাদানী অাসছেন
- Update Time : ০২:৫৬:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০১৬
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধি :: জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি, ক্বাঈদে মিল্লাত আওলাদে রাসুল (সা.) আল্লামা সৈয়দ আরশাদ মাদানী এক সংক্ষিপ্ত দ্বীনী সফরে আজ ২২ ডিসেম্বর) বৃহস্পতিবার সিলেট আগমন করেছেন।
জানাগেছে, দুপুরে তিনি বিমনানযোগে সিলেট ওসমানী আর্ন্তজাতিক বিমানবন্দরে অবতরণ করেন। পরে সড়ক পথে গোলাপগঞ্জ উপজেলার শরীফগঞ্জে যান। ভাদেশ্বরের ঐলাকায় জোহরের নামাজ আদায় করেন। বাদ জোহর শরীফগঞ্জে আল এহসান পরিষদ আয়োজিত ইসলামী সম্মেলনে তিনি প্রধান অতিথি হিসেবে বয়ান পেশ করবেন।
অত:পর সেখান থেকে হেলিকপ্টার যোগে জগন্নাথপুরের কাতিয়া মাদ্রাসায় যাওয়ার কথা রয়েছে। বাদ এশা সিলেটের নয়াসড়ক মাদরাসায় উপস্থিত হওয়ার কথা রয়েছে।
এদিকে ক্বাঈদে মিল্লাত আওলাদে রাসুল (সা.) আল্লামা আরশাদ মাদানীর আগমনে ব্যাপক প্রস্তুতি নিয়েছে মরহুম শায়খে কাতিয়া (র) এর এলাকাবাসী।
সাদাকালো পতাকা দিয়ে পুরো এলাকায় সাজ সাজ রব। হেলিকপ্টার অবতরনের জায়গায় সকাল থেকেই ভক্তদের ভিড় করছেন। মাইক যোগে বাবর বার এলানকরা হচ্ছে সম্মানিত এই অতিথির। অতিথি বরণে এখন প্রস্তুতির শেষ প্রহর গুনছেন অলইতলী ও কাতিয়ার হাজার হাজার ধর্মপ্রান জনতা।


























