অবিলম্বে ড. আহমদ আবদুল কাদেরসহ গ্রেফতারকৃত সকল আলেম-উলামাকে মুক্তি দিতে হবে- খেলাফত মজলিস
- Update Time : ০৯:১৩:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৪ এপ্রিল ২০২১
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
খেলাফত মজলিসের মহাসচিব দেশের কোটি কোটি জনতার রাহবার, হৃদয়ের স্পন্দন ড. আহমদ আবদুল কাদেরকে আজ শনিবার (২৪ এপ্রিল) ইফতারের আগ মুহূর্তে ডিবি পরিচয়ে আগারগাঁও থেকে আটকের তীব্র প্রতিবাদ জানিয়ে অবিলম্বে ড. আহমদ আবদুল কাদেরসহ গ্রেফতারকৃত সকলকে নি:শর্ত মুক্তির দাবী করেছে সুনামগঞ্জ জেলা খেলাফত মজলিস।
এক বিবৃতিতে সংগঠনের জেলা সভাপতি মাওলানা ইমাম উদ্দিন ও ভারপ্রাপ্ত সেক্রেটারি মাওলানা আখতার হোসাইন বলেন, পরিচ্ছন্ন রাজনীতিবিদ ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ড. আহমদ আবদুল কাদেরকে সরকার আজ অন্যায়ভাবে গ্রেফতার করেছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। বিগত কয়েক দিনে লকডাউন দিয়ে আলেম উলামাদের উপর ক্র্যাকডাউন চালানো হচ্ছে। ইতিমধ্যে অসংখ্য আলেম উলামাকে গ্রেফতার করে সরকার নিজেদের অকল্যাণই ডেকে নিয়ে আসছে। পবিত্র রমজান মাসে তাদেরকে রিমান্ডের নামে নির্যাতন চালানো হচ্ছে। আলেম-উলামা ও দেশপ্রেমিক জনগণের উপর এভাবে মামলা ও গ্রেফতার নির্যাতন দেশের জন্য কোন শুভ ফল বয়ে আনবে না।
বিবৃতিতে নেতৃবৃন্দ অবিলম্বে দেশের আলেম-উলামাদের গ্রেফতার, নির্যাতন বন্ধ ও খেলাফত মজলিস মহাসচিব ড. আহমদ আবদুল কাদের সহ গ্রেফতারকৃত সকলের নি:শর্ত মুক্তি দাবী করেন। একই সাথে দেশপ্রেমিক তাওহিদী জনতার বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান। বিজ্ঞপ্তি




























