০৭:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ১৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

অতীত : কাজী মোঃ জমিরুল ইসলাম মমতাজ

  • Update Time : ০১:১২:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ৫ নভেম্বর ২০২২
  • / ২ বার নিউজটি পড়া হয়েছে

দূঃখে ভরা অতীত, সূখ দূঃখ নিয়ে বর্তমান,
কাজে বাড়ে মানুষের জীবনের মান।

অতীত মানুষকে নেয় এগিয়ে ,
কাজের মাধ্যমে দেয় শিখিয়ে।

মানুষ মানুষকে যতই করুক আঘাত
ধৈর্য্যের সাথেই জীবনে ঘটে প্রতিঘাত।

কিছু বিশ্রী মানুষ চেয়েছিল বানাতে অমানুষ,
আল্লাহর দয়ায় সে হয়েগেছে মানুষ।

দেখেছি যারা নির্যাতন করেছে মজলুমকে,
আল্লাহ শাস্তি দিয়েছেন জুলুমকারীকে।

এও দেখেছি যাকে নিন্দা করেছে,
কোন না কোন কাজে তার কাছে সাহায্য চেয়েছে।

জুলুমকারীর মত মজলুমের মানসিকতা নয়,
কাজে দেখিয়েছে সে আসল মানুষ হয়।

এত নির্যাতনের পরও জুলুমকারীকে সম্মান দিয়েছে,
মজলুমতো ধৈর্য্যের ফলের অপেক্ষায় রহিয়াছে।

দীর্ঘ এক যুগ পর হলেও জুলুমকারী তার ভুল বুঝেছে,
মজলুম ধৈর্য্যের ফল পেয়ে জুলুমকারীকে ক্ষমা করে দিয়েছে।

সমাজে প্রকৃত মানুষ ঐ ব্যক্তি হয়,
যার কাছে সততা নিষ্ঠা নীতি নৈতিকতা রয়।

সমাজে অসভ্য অমানুষ সেই হয়,
যার কাছে সততা নিষ্ঠা নীতি নৈতিকতা বিলীনময়।

 

লেখক: শান্তিগঞ্জ প্রেসক্লাব, সুনামগঞ্জ।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

অতীত : কাজী মোঃ জমিরুল ইসলাম মমতাজ

Update Time : ০১:১২:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ৫ নভেম্বর ২০২২

দূঃখে ভরা অতীত, সূখ দূঃখ নিয়ে বর্তমান,
কাজে বাড়ে মানুষের জীবনের মান।

অতীত মানুষকে নেয় এগিয়ে ,
কাজের মাধ্যমে দেয় শিখিয়ে।

মানুষ মানুষকে যতই করুক আঘাত
ধৈর্য্যের সাথেই জীবনে ঘটে প্রতিঘাত।

কিছু বিশ্রী মানুষ চেয়েছিল বানাতে অমানুষ,
আল্লাহর দয়ায় সে হয়েগেছে মানুষ।

দেখেছি যারা নির্যাতন করেছে মজলুমকে,
আল্লাহ শাস্তি দিয়েছেন জুলুমকারীকে।

এও দেখেছি যাকে নিন্দা করেছে,
কোন না কোন কাজে তার কাছে সাহায্য চেয়েছে।

জুলুমকারীর মত মজলুমের মানসিকতা নয়,
কাজে দেখিয়েছে সে আসল মানুষ হয়।

এত নির্যাতনের পরও জুলুমকারীকে সম্মান দিয়েছে,
মজলুমতো ধৈর্য্যের ফলের অপেক্ষায় রহিয়াছে।

দীর্ঘ এক যুগ পর হলেও জুলুমকারী তার ভুল বুঝেছে,
মজলুম ধৈর্য্যের ফল পেয়ে জুলুমকারীকে ক্ষমা করে দিয়েছে।

সমাজে প্রকৃত মানুষ ঐ ব্যক্তি হয়,
যার কাছে সততা নিষ্ঠা নীতি নৈতিকতা রয়।

সমাজে অসভ্য অমানুষ সেই হয়,
যার কাছে সততা নিষ্ঠা নীতি নৈতিকতা বিলীনময়।

 

লেখক: শান্তিগঞ্জ প্রেসক্লাব, সুনামগঞ্জ।

এখানে ক্লিক করে শেয়ার করুণ