০৩:১১ পূর্বাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

অচেনা বালিকা : বেলাল আহমদ

  • Update Time : ১১:০০:৪১ অপরাহ্ন, শনিবার, ২১ আগস্ট ২০২১
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

তিক্ষ্ণ ঘন এ্যালো চুল
স্নিগ্ধ হাওয়ায় দোলে,
সূর্য ছটা লাল টিকলি
কপোলেতে জ্বলে।

 

ভ্রমর কালো দুটি চোখে
দুঃখের আভাস নাই,
ভ্রু-যুগলে মায়া মাখা
সুখ দেখিতে পাই।

 

নীলাভময় শাড়ীর আচল
স্পর্শ করে গা,
হিমকুমারীর হিমেল আঁচড়
হৃদে দেয় নাড়া।

 

গোলাপ রাঙা ঠোঁট দুটিতে
মৃদু হাঁসির আঁচ,
ত্তলটপালট মনটা আমার
পাইল বিষণ লাজ।

 

আলতা মাখা পাঁয়ের কদম
সবুজ ঘাসের ফাঁকে,
করতালিতে অর্চনা দেয়
বৃক্ষ মাথা নুঁয়ে।

 

পথহারা এই দিব্যাঙ্গনা
বুকে দিল হানা,
কোনবা দেশে বাড়ি তাহার
রইল অজানা ??

 

কবি: গ্রাম: তেঘরিয়া, সৈয়দপুর, জগন্নাথপুর, সুনামগঞ্জ। মোবাঃ 01712453940

এখানে ক্লিক করে শেয়ার করুণ

অচেনা বালিকা : বেলাল আহমদ

Update Time : ১১:০০:৪১ অপরাহ্ন, শনিবার, ২১ আগস্ট ২০২১

তিক্ষ্ণ ঘন এ্যালো চুল
স্নিগ্ধ হাওয়ায় দোলে,
সূর্য ছটা লাল টিকলি
কপোলেতে জ্বলে।

 

ভ্রমর কালো দুটি চোখে
দুঃখের আভাস নাই,
ভ্রু-যুগলে মায়া মাখা
সুখ দেখিতে পাই।

 

নীলাভময় শাড়ীর আচল
স্পর্শ করে গা,
হিমকুমারীর হিমেল আঁচড়
হৃদে দেয় নাড়া।

 

গোলাপ রাঙা ঠোঁট দুটিতে
মৃদু হাঁসির আঁচ,
ত্তলটপালট মনটা আমার
পাইল বিষণ লাজ।

 

আলতা মাখা পাঁয়ের কদম
সবুজ ঘাসের ফাঁকে,
করতালিতে অর্চনা দেয়
বৃক্ষ মাথা নুঁয়ে।

 

পথহারা এই দিব্যাঙ্গনা
বুকে দিল হানা,
কোনবা দেশে বাড়ি তাহার
রইল অজানা ??

 

কবি: গ্রাম: তেঘরিয়া, সৈয়দপুর, জগন্নাথপুর, সুনামগঞ্জ। মোবাঃ 01712453940

এখানে ক্লিক করে শেয়ার করুণ