jagannathpurpotrika-latest news

আজ, , ৭ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

সংবাদ শিরোনাম :



দোস্ত : কাজী জমিরুল ইসলাম মমতাজ

এ কেমন দোস্ত,
দোস্ত হয়ে খেয়ে ফেলে গোশত,
মানুষ নামের অমানুষ নেই সুস্থ,
সুযোগ বুঝে খেয়ে নেয় দোস্তের গোশত।

সুযোগ সন্ধানী দোস্ত,
স্বার্থের খোজে রয় সুস্থ,
স্বার্থ হাছিলে ভাব দেখায় অসুস্থ।

স্বার্থ যেখানে বানিয়ে নেয় দোস্ত,
ফন্দি ফিকির করে খোজত,
স্বার্থ পুড়ালে নেই আর দোস্ত।

মানুষ নামের অমানুষ বেহুশত,
রক্ত খোজায় থাকে ব্যস্ত,
রক্ত পুড়িয়ে গেলে হয়ে যায় শক্ত।

জীবন চলতে বুঝায় রিক্ত,
তাদের ভালোবাসায় সিক্ত,
ভালোবাসা উদ্ধারে হয়ে যায় মুক্ত।

মানুষ নামের অমানুষ বুঝায় অভূক্ত,
পেট পুড়ে খেয়ে হয় শান্ত,
দোস্তকে উজাড় করে সর্বস্বান্ত।

দোস্তকে পুতুর করে হয় শান্ত,
প্রকৃতি ফিরিয়ে দেয় এ ভবে জ্যান্ত,
মানুষ নামের অমানুষ জীবন্ত।

 

লেখকঃ কাজী ও সাংবাদিক- 01712- 812984

এখানে ক্লিক করে শেয়ার করুণ