jagannathpurpotrika-latest news

আজ, , ৭ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

সংবাদ শিরোনাম :



ছাতকে ৩ দিন ব্যাপী জাতীয় স্থানীয় সরকার দিবসে উন্নয়ণ মেলার উদ্ভোধন ও আলোচনা সভা

ছাতক প্রতিনিধি :: ছাতকে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে ৩ দিন ব্যাপী উন্নয়ন মেলার উদ্ভোধন করা হয়েছে। উদ্ভোধন শেষে র‍্যালী ও আলোচনা সভা ও অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১ ঘটিকায় উপজেলা পরিষদ চত্ত্বরে ৩ দিন ব্যাপী উন্নয়ন মেলার আনুষ্ঠানিক উদ্ভোধন করেন সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক। পরে মেলায় বসানো ১৭ টি ষ্টল পরিদর্শন করেন তিনি।

উদ্ভোধন ও ষ্টল পরিদর্শন শেষে উপজেলা পরিষদ চত্ত্বর এলাকায় র‍্যালী ও হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নূরের জামান চৌধুরীর সভাপতিত্বে উপজেলা ইউআরসি ইন্সট্রাক্টর মোস্তফা আহসান হাবিবের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মুহিবুর রহমান মানিক এমপি সরকারের মাঠ পর্যায়ের বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরেন।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন,ছাতক সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মঈন উদ্দিন আহমদ।

বক্তব্য রাখেন, ছৈলা-আফজলাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গয়াছ আহমদ,ভাতগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাষ্টার আওলাদ আলী, ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলীম, জনস্বাস্থ্য প্রকৌশলী মিজানুর রহমান। সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা প্রকৌশলী আফছর আহমদ।

আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মাও.সৈয়দ জিয়াউর রহমান, ও গীতা থেকে পাঠ করেন উপজেলা যুব উন্নয়ণ কর্মকর্তা গোপাল চন্দ্র দাস।

এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহব্বায়ক সৈয়দ আহমদ,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম,পৌরসভার নির্বাহী কর্মকর্তা খাঁন মোহাম্মদ ফারাবী,আবাসিক মেডিকেল অফিসার ডা. মো.সাইদুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়,উপজেলা নির্বাচন কর্মকর্তা ফয়েজুর রহমান,সমাজসেবা কর্মকর্তা শাহ শফিউর রহমান,বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা,

ইউপি চেয়ারম্যান হাজী সুন্দর আলী,এড.সুফি আলম সোহেল,আবুল হাসনাত, নুরুল আহমদ,আবু বক্কর সিদ্দিক,আওয়ামীলীগ নেতা আফজাল আহমেদ,এম এ কাদির,মাফিজ আলী,উপজেলা স্বেচ্ছা সেবকলীগের সাংগঠনিক সমম্পাদক মঞ্জুর আলম,ইউপি সদস্য জয়নাল আবেদিন,সালেহ আহমদ,আফিয়া বেগম রেখা সহ কর্মকর্তা,ইউপি সচিব,সাংবাদিক,আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।

এখানে ক্লিক করে শেয়ার করুণ