ছাতক প্রতিনিধি :: ছাতকে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়েছেন পৌরসভার মহিলা কাউন্সিলর নুরেছা বেগম।রবিবার (৪ জুন) রাতে নোয়ারাই-ইসলামপুর গ্রামের নিজ বাড়িতে হামলার শিকার হন তিনি। স্থানীয় সুত্র থেকে জানাগেছে,পুর্ব শত্রুতার জের ধরে প্রতিবেশীদের হামলায় গুরুতর আহত হন মহিলা কাউন্সিলর নুরেছা বেগম। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ছাতক হাসপাতালে নিয়ে যান। এখানে তার অবস্থার অবনতি হলে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। আহত নুরেছা বেগমের শরিরে দা”র একাধিক কুপ রয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। পৌরসভার ১,২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর নুরেছা বেগম নোয়ারাই-ইসলামপুর গ্রামের বাসিন্দা। ছাতক থানার অফিসার ইনচার্জ খান মোহাম্মদ মাঈনুল জাকির জানান হামলার ঘটনার মহিলা কাউন্সিলর আহত হয়েছেন এমন খবর তিনি পেয়েছেন।

ছাতকে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত মহিলা কাউন্সিলর নুরেছা বেগম
5 জুন 2023, 12:27 পূর্বাহ্ন |
পোস্টটি ১৩০ বার পড়া হয়েছে



