ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে গরু বিক্রির টাকাকে কেন্দ্র করে মামার হাতে ভাগ্না খুন, ঘাতক মামা গ্রেফতার। ঘটনাটি ঘটেছে উপজেলার আশারকান্দি ইউনিয়নের কাঠালখাইড় (পশ্চিমপাড়া) গ্রামে। জানাগেছে, ভাগ্না মোক্তার মিয়া (১৪) ছোট বেলা থেকে কাঠালখাইড় (পশ্চিমপাড়া) গ্রামে তাঁর নানা (মাহির উল্লাহর) বাড়িতে বসবাস করে আসছিল। নিহত মোক্তার মিয়া সিলেটের ওসমানীনগর উপজেলার লামা ইসবপুর গ্রামের মিন্টু মিয়ার ছেলে। স্থানীয়রা জানান, নিহত মোক্তার মিয়ার একটি গরু ৫১ হাজার টাকায় বিক্রি করেছিল ওই টাকা নিয়ে তার আপন মামা ঘাতক আজিদ আলীর (২৬) সাথে বিরোধ দেখা দেয়। গরু বিক্রির টাকাকে কেন্দ্র করে আজ রোববার সকাল ১০ টার দিকে আশারকান্দি ইউনিয়নের কাঠালখাইড় (পশ্চিমপাড়া) গ্রামে তাদের বসতবাড়ির পুকুর ঘাটে মোক্তার মিয়াকে কাপড় কাটার কাঁচি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে আজিদ আলী। পরে লোকজন মোক্তার মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে রাস্তায় তার মৃত্যু হয়। খবর পেয়ে জগন্নাথপুর থানার একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘাতক আজিদ আলীকে গ্রেফতার করে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

জগন্নাথপুরে গরু বিক্রির টাকাকে কেন্দ্র করে মামার হাতে ভাগ্না খুন
4 জুন 2023, 10:28 অপরাহ্ন |
পোস্টটি ১,৯২৬ বার পড়া হয়েছে



