ছাতক প্রতিনিধি :: ছাতকে অনলাইন প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন সম্পন্ন হয়েছে। শনিবার (০৩ জুন) দুপুরে ছাতক শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে ‘ছাতক অনলাইন প্রেসক্লাব’র আনুষ্ঠানিক কমিটি ঘোষণা করা হয়। কমিটি গঠন উপলক্ষে অন লাইন প্রেসক্লাবের আহব্বায়ক মোশাররফ হোসেনের সভাপতিত্বে ও সাজ্জাদ মাহমুদ মনিরের পরিচালক অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় অনলাইন প্রেসক্লাবের সিলেট বিভাগীয় সমন্বয়ক এম সাইফুর রহমান তালুকদার। প্রধান বক্তার বক্তব্য রাখেন ছাতক সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ মঈন উদ্দিন আহমদ।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশিদ, ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আব্দুল আলিম, সিলেট টাইমস ডটকমের সম্পাদক মোসাররফ হোসেন সুজাত, ছাতক পৌরসভার মহিলা কাউন্সিলর, প্যানেল মেয়র-৩, তাসলিমা জান্নাত কাকলী,ছাতক প্রেসক্লাবের অর্থ সম্পাদক বিজয় রায়, সিনিয়র সাংবাদিক তমাল পোদ্দার।
স্বাগত বক্তব্য রাখেন দৈনিক ভোরের কাগজ ছাতক উপজেলা প্রতিনিধি শংকর দত্ত, বক্তব্য রাখেন আলো রক্তদান সমাজ কল্যাণ সংস্থার উপদেষ্টা মোঃ খায়ের উদ্দিন । সভার শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা আলী আসগর। ছাতক অনলাইন প্রেসক্লাবের নির্বাচন কমিশনার সাংবাদিক আব্দুল আলিম পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন।
মোশাররফ হোসেনকে সভাপতি, সিনিয়র সহ-সভাপতি শংকর দত্ত, সাধারন সম্পাদক সাজ্জাদ মাহমুদ মনির ও সুজন তালুকদার কে সাংগঠনিক সম্পাদক করে ২৯ সদস্য বিশিষ্ট নতুন এ কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য দায়ীত্বশীলরা হলেন ,সহ-সভাপতি
এম শাহিন আহমদ,এইচ এম আবু বকর, মোঃ জানে আলম, জুবায়ের আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক অমিত আচার্য, সহ সাধারণ সম্পাদক সুমন আহমেদ, সহ সাধারণ সম্পাদক হাফিজুর রহমান লিটন, সহ সাংগঠনিক সম্পাদক মামুন মুন্সি, কোষাধ্যক্ষ জামরুল ইসলাম রেজা,সহ কোষাধ্যক্ষ মাহমুদুল হাসান নাঈম, প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম মেহেদী,মহিলা বিষয়ক সম্পাদক রিফাত সানজিদা ঈশিকা,
দপ্তর সম্পাদক আবু সুফিয়ান আলী রাজ, সাহিত্য বিষয়ক সম্পাদক এইচএম আদর, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আলী আসগর, ধর্ম বিষয়ক সম্পাদক এইচ এম জিয়াউর রহমান, নির্বাহী সদস্য ফজলুল হক, ইমাম হাসান, অমিত দাস, গোলাম নবী মিল্টন, মোঃ রুখসান মিয়া, দিলোয়ার হোসেন,আব্দুল্লাহ আল মাছনুন, মাহমুদুল হাসান, আলমগীর হোসেন ওমিলাদ হোসেন।##