ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমানের নির্দেশ এসআই সাব্বির আহসান, এসআই মুহাম্মদ শামছুল আরেফীনের নেতৃত্বে একদল পুলিশ বিশেষ অভিযান চালিয়ে পলাতক ৬ আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিরা হলেন, উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ঘোষগাঁও গ্রামের মৃত ছুরাব আলীর ছেলে ওয়ারেন্টভুক্ত আসামি মোঃ রমজান আলী (৩১), কলকলিয়া ইউনিয়নের সাংগিয়ারগাঁও গ্রামের জুয়াদ আলীর ছেলে ওয়ারেন্টভুক্ত আসামী সমীর আলী, পাটলী ইউনিয়নের লাউতলা-রসুলপুর গ্রামে বসবাসকারী দক্ষিন সুনামগঞ্জের দক্ষিন শ্রীনাথপুর গ্রামের আরব আলীর ছেলে ওয়ারেন্টভুক্ত আসামী ইন্তাজ আলী, মোঃ আহমদ মিয়া, মৃত জনাব আলীর ছেলে ইজার আলী, জগন্নাথপুর পৌর এলাকার হবিবপুর গ্রামের মৃত বশির মিয়ার ছেলে জুয়েল মিয়া। গ্রেফতারকৃত আসামিদেরকে আজ শনিবার (৩ জুন) সুনামগঞ্জ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।