ছাতক প্রতিনিধি :: সুনামগঞ্জের ছাতকে লাফার্জ-হোলসিম বাংলাদেশ লিমিটেডের উদ্যোগে এবং বে-সরকারি উন্নয়ণ সংস্থা আইডিয়া’র সার্বিক সহযোগিতায় সিডি বিল্ডিংয়ে মাঠ ফসল ও শাক-সবজি চাষাবাদের উপর দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেয়া হয়েছে। ৩০ ও ৩১ মে পৃথক দুটি ব্যচে মোট ৬৬ জন (৩ জন নারী ও ৬৩ জন পুরুষ)এই প্রশিক্ষণে অংশ নেন। অংশগ্রহনকারীদের নানাবিধ পরামর্শ ও উপদেশ প্রদান করেন উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা
মোঃ আলা উদ্দিন।
প্রশিক্ষণে মাঁচা ও বেড পদ্ধতিতে সবজিচাষ, আধুনিক উপায়ে সবজি চাষ,সবজি ও বোরো ধানের আধুনিক জাতের পরিচিতি ও বৈশিষ্ট্য, আধুনিক উপায়ে বোরো ধান চাষাবাদ,সবজি ও অন্যান্য শষ্যে পোকা দমন পদ্ধতি, জৈব সার ব্যবস্থাপনা ও রাসায়নিক সারের ক্ষতিকর প্রভাব ছাড়াও স্থানীয় পর্যায়ে ছাতকে যে সকল শষ্য ও সবজির চাহিদা রয়েছে এবং এলাকার মাটির গুনাগুন ও ওই মাটিতে যেসব সবজি ও মাঠফসল আবাদে ভাল ফলাফল পাওয়া যায় সেসব বিষয়েও বিস্তারিত তথ্য তুলে ধরা হয়।
প্রশিক্ষণ অনুষ্ঠানে লাফার্জ-হোলসিম বাংলাদেশ এর কান্ট্রি এনভায়রনমেন্ট ম্যানেজার মোহাম্মদ মহিউদ্দিন ও সিনিয়র এক্সিকিউটিভ মোহাম্মদ উল্লাহ উপস্থিত ছিলেন। মাঠ ফসল ও সবজি চাষাবাদের মাধ্যমে নিজ নিজ জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার উপর জোর দেন তারা।
লাফার্জ-হোলসিম বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়, সারা বছর জুড়েই এলাকার সাধারন মানুষের জন্য নানাবিধ সময়োপযোগী প্রশিক্ষণ আয়োজনের মাধ্যমে তাদের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন তারা।

ছাতকে লাফার্জ-হোলসিমের মাঠ ফসল ও সবজি চাষাবাদে প্রশিক্ষণ প্রদান
1 জুন 2023, 12:35 পূর্বাহ্ন |
পোস্টটি ৯৭২ বার পড়া হয়েছে



