ছাতক প্রতিনিধি :: সুনামগঞ্জের ছাতকে উত্তর খুরমা ইউনিয়নের ২০২৩-২০২৪ অর্থ বছরের নতুন বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার
(৩০ মে) দুপুরে ইউনিয়ন পরিষদ হল রুমে আনুষ্ঠানিক ভাবে এক কোটি ৫১লক্ষ টাকার উন্মুক্ত এ নতুন বাজেট ঘোষণা করেন ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদ।
এ সময় উত্তর খুরমা ইউনিয়নের চেয়ারম্যান বিল্লাল আহমদের সভাপতিত্বে উন্মুক্ত বাজেট অধিবেশনে বক্তব্য রাখেন,ইউপি সদস্য সাদ আহমদ,সাজন মিয়া,সাইদুর রহমান, নুর উদ্দিন,রশিক আলী,খালেদ আহমদ খলিল, জয়নাল আবেদীন তালুকদার,কয়ছর আহমদ,আজাদ মিয়া,ইউপি সচিব শামীম আহমদ।
বাজেট সভায় মহিলা সদস্য মিটু রানী দাস,রোকসানা বেগম,রুপতনমালা,সাবেক মেম্বার সুন্দর আলী আংগুর ইউনিয়ন ডিজিটাল সেন্টারের পরিচালক আজিজুল হক জাহাঙ্গীর,স্থানীয় আতাউর রহমান,ইসলাম আলী, আছকির আলী,সাহেদ মিয়া,আবু সুফিয়ান,মাসুক মিয়া, সহজুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।##