ছাতক প্রতিনিধি :: বিভিন্ন অনিয়মের কারনে আটকে থাকা ছাতকের শ্যামপাড়া-কান্দিগাঁও সড়কের সংস্কার কাজ অবশেষে শুরু করা হয়েছে। সংস্কার কাজে ব্যাপক অনিয়ম ও নিম্মমানের নির্মাণ সামগ্রি ব্যবহার করার চেষ্টা করায় কাজের বিরুদ্ধে এলাকাবাসী বাঁধা হয়ে দাঁড়ায়। ফলে সড়ক সংস্কার কাজ শুরু করতে পারেনি ঠিকাদারী প্রতিষ্ঠান। সোমবার সকালে এলাকাবাসীর কঠোর নজরদারীর মধ্যে উপজেলা প্রকৌশলী কার্যালয়ের প্রতিনিধির উপস্থিতে সড়কের ঢালাই কাজ শুরু করা হয়। কাজের নির্দেশনা অনুযায়ী আরসিসি এ সড়কটির সংস্কার কাজে প্রতি ৭ ইঞ্চি পর-পর রড এবং ৮ ইঞ্চি ঢালাই দিয়ে কাজ করার কথা থাকলে ঠিকাদারী প্রতিষ্ঠানের আব্দুস ছালাম নয়-ছয় করে কাজ সম্পন্ন করার চেষ্টা করেন।
এতে স্থানীয় লোকজনের তোপের মুখে পড়তে হয় তাকে। এক পর্যায়ে উত্তেজিত এলাকাবাসী কাজ বন্ধ রাখার পক্ষে একাট্টা হয়ে পড়েন। অবশেষে এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গের হস্তক্ষেপে এবং সংশ্লিষ্ট ঠিকাদার কাজের গুনগত মান ঠিক রেখে কাজ করার প্রতিশ্রুত হলে ঢালাইর কাজ শুরু করা হয়।
সকালে ঢালাই কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি রঞ্জন কুমার দাস। এসময় উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের পরিমল দাস, ইউপি সদস্য সমরুজ আলী, দুলাল সরকার, সাবেক ইউপি সদস্য জাহেদুল ইসলাম আবাব,আতাউর রহমান,আব্দুল গফুর,স্থানীয় আবু সুফিয়ান, আসাদুজ্জামান,নুরুল ইসলাম,সাবজান মিয়া, উজ্জল সরকার প্রমূখ উপস্থিত ছিলেন।