ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জে জগন্নাথপুরে জায়গা-জমি নিয়ে দু’পক্ষের দীর্ঘদিনের বিরোধ অবশেষে থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমানের মধ্যস্থতায় আপোষে নিষ্পত্তি হয়েছে। উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের কুবাজপুর গ্রামে একই পরিবারের চাচাতো ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে জায়গা- জমি নিয়ে বিরোধ চলে আসছিল। উভয় পক্ষের মধ্যে সংঘর্ষসহ মামলা মোকদ্দমা ছিল। শনিবার (২৭ মে) স্থানীয় চেয়ারম্যানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদের অনুরোধে থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান সরজমিনে উপস্থিত হয়ে দু’পক্ষের দীর্ঘদিনের বিরোধ অবশেষে আপোষে নিষ্পত্তি করে দেন। এসময় উভয় পক্ষের মামলা মোকদ্দমা তুলে নিবেন বলে তারা জানান। এবং শান্তিপূর্ণ ভাবে বসবাস করবেন। বিষয়টি নিষ্পত্তি হওয়ায় স্থানীয়রা জগন্নাথপুর থানা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। দুই পক্ষের বিরোধ নিষ্পত্তির সময় জনপ্রতিনিধিসহ গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জগন্নাথপুরে জমি নিয়ে দু’পক্ষের বিরোধ নিষ্পত্তি করলেন ওসি মিজান
28 মে 2023, 7:32 অপরাহ্ন |
পোস্টটি ৫৭৬ বার পড়া হয়েছে



