jagannathpurpotrika-latest news

আজ, , ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সংবাদ শিরোনাম :
«» স্ত্রীর পরকীয়া প্রেমিকের হুমকিতে নিরুপায় স্বামী! «» সিলেট প্রেসক্লাবের উৎসবমুখর নির্বাচন: ইকু সভাপতি, সিরাজ সম্পাদক «» স্কুলছাত্রী ভাগ্নিকে ধর্ষণের অভিযোগে মামা গ্রেফতার «» মন্ত্রী-এমপির স্বজনদের উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়াতে আ.লীগের নির্দেশনা «» শান্তিগঞ্জে প্রাণী সম্পদ বিভাগের উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে হাঁস মোরগ গবাদি পশুর পালনের বিকল্প নাই-এম এ মান্নান «» শান্তিগঞ্জে হাঁসে ধান ক্ষেত খাওয়াকে কেন্দ্র করে নিহত ১ «» জমি নিয়ে ভাইয়ের হাতে ভাই খুন «» দুই গ্রামের সংঘর্ষে পুলিশসহ আহত ৪০ «» এম. ইলিয়াস আলীকে ফিরে পেতে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মাকলিপি «» বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে কিশোরীকে ধর্ষণ



ছাতক-দোয়ারায় হাজার কোটি টাকার উন্নয়ণ কাজ চলমান রয়েছে- মুহিবুর রহমান মানিক এমপি

ছাতক প্রতিনিধি :: সুনামগঞ্জ-৫ ছাতক-দোয়ারাবাজার নির্বাচনী এলাকার সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন,শেখ হাসিনার সরকার মানেই উন্নয়ণের সরকার। হাসিনার নেতৃত্বাধীন সরকারই পেরেছে পদ্মা সেতু নির্মাণ করে বিশ্ববাসীকে তাক লাগিয়ে দিতে। দেশে পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র,উড়াল সেতু,মেট্রোরেল চালুর মতো মেগা প্রজেক্টে তৈরী করে সারা বিশ্বে এখন আলোচনায় শেখ হাসিনা। সারা দেশে ন্যায় শিক্ষা-স্বাস্থ্য,যোগাযোগসহ প্রতিটি সেক্টরে ছাতক -দোয়ারাবাজারেও অভুতপুর্ণ উন্নয়ণ সাধিত হয়েছে।
এমপি মানিক বলেন,উত্তর সুরমা তথা দোয়ারাবাজার বাসীর দীর্ঘদিনের লালিত স্বপ্ন সুরমা ব্রীজ নির্মাণ তা
এ সরকারের সময়েই পুরণ হয়েছে। দোয়ারাবাজারে সুরমা নদীর উপর আরেকটি ব্রীজ নির্মাণের প্রক্রিয়া প্রায় সম্পন্ন ।ছাতক থেকে বালিউরা-বাংলাবাজার হয়ে মুক্তিযুদ্ধের ৫নং সেক্টর হেড কোয়ার্টার হকনগর পর্যন্ত সড়ক ও জনপথ বিভাগের মাধ্যমে সড়ক নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে।
এমপি মানিক আরো বলেন,সরকারের পরিকল্পনাধীন ছাতকে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্টা এবং ভারতের মেঘালয়ের সাথে আমদানি -রফতানির দ্বার উন্মোচিত হলে বৃহত্তর ছাতক অর্থনৈতিকভাবে একটি শক্তিশালী অঞ্চলে পরিণত হবে। তিনি বলেন,বর্তমানেও ছাতক – দোয়ারাবাজার এলাকায় হাজার কোটি টাকার উন্নয়ণ কাজ চলমান রয়েছে।
শুক্রবার সকালে ছাতক থেকে দোয়ারাবাজার পর্যন্ত ২৬ কোটি টাকা ব্যয়ে সড়ক মেরামত ও পুনর্বাসন কাজের ভিত্তি প্রস্তর স্হাপন শেষে বারকাহন সুরমা ব্রীজ সংলগ্ন মাঠে এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে মুহিবুর রহমান মানিক এমপি এসব কথা বলেন। নোয়ারাই ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান আফজাল আবেদীন আবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল হক তালুকদার রাজুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ সওজ”র নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম, ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান,দোয়ারাবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীর প্রতিক, সওজ”র উপ-বিভাগীয় প্রকৌশলী সালাহউদ্দিন সোহাগ,আওয়ামীলীগ নেতা সৈয়দ আহমদ,উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন মিয়া, ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদ,সাবেক চেয়ারম্যান আমিরুল হক, জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি বাবুল রায় প্রমুখ।

এখানে ক্লিক করে শেয়ার করুণ