ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর সৈয়দিয়া শামছিয়া ফাজিল (ডিগ্রী) মাদরাসার সিনিয়র প্রভাষক মাওলানা মো. নিজাম উদ্দিন উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন। জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ উপলক্ষে উপজেলা বাছাই কমিটি তাকে (মাদরাসা) ক্যাটাগরিতে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হিসেবে নির্বাচিত করেন। প্রভাষক মাওলানা মো. নিজাম উদ্দিন ২০০৭ সালে সৈয়দপুর সৈয়দিয়া শামছিয়া ফাজিল (ডিগ্রী) মাদরাসার আরবি বিভাগের শিক্ষক হিসেবে যোগদান করেন। শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক প্রভাষক মাওলানা মো. নিজাম উদ্দিন তিনি উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ইছগাঁও গ্রামের মরহুম মছদ্দর আলীর ছেলে। জানা গেছে, জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ উপলক্ষে বিভিন্ন ক্যাটাগরিতে আবেদন আহবান করে উপজেলা প্রশাসন। এর পরিপ্রেক্ষিতে প্রাপ্ত আবেদনপত্র যাচাই-বাছাই করে ক্যাটাগরি অনুযায়ী সেরা নির্বাচিত করে উপজেলা প্রশাসনের মনোনীত বোর্ড। এতে এ বছর শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক (মাদ্রাসা পর্যায়ে) হিসেবে সৈয়দপুর সৈয়দিয়া শামছিয়া ফাজিল (ডিগ্রী) মাদরাসার সিনিয়র প্রভাষক মাওলানা মো. নিজাম উদ্দিনকে নির্বাচিত করা হয়।

জগন্নাথপুরে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক মাওঃ নিজাম উদ্দিন
18 মে 2023, 2:45 অপরাহ্ন |
পোস্টটি ৩৬২ বার পড়া হয়েছে



