jagannathpurpotrika-latest news

আজ, , ১৬ই জিলক্বদ, ১৪৪৪ হিজরী

সংবাদ শিরোনাম :
«» বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষ্যে মত বিনিময় সভা করলেন এমপি রতন «» ছাতকে বিএনপি-জামাত ও তাদের দোসরদের নৈরাজ্যের প্রতিবাদে গণমিছিল ও সমাবেশ «» ছাতকে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত মহিলা কাউন্সিলর নুরেছা বেগম «» জগন্নাথপুরে গরু বিক্রির টাকাকে কেন্দ্র করে মামার হাতে ভাগ্না খুন «» জগন্নাথপুরে ধর্ষণের শিকার মাদ্রাসার ছাত্রী «» ছাতক পাথর ব্যবসায়ী সমিতির নির্বাচনে ফজলু চৌধুরী সভাপতি ও হাজী সোহাগ সাধারণ সম্পাদক নির্বাচিত «» ছাতকে অনলাইন প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন «» জগন্নাথপুরে হাজি আব্দাল মিয়া আর নেই, জানাযা যোহরের নামাজের পর «» জগন্নাথপুরে আসামি গ্রেফতার- ৬ «» সুনামগঞ্জে হাইকোর্টের নির্দেশ লঙ্ঘন করে বেআইনীভাবে চলছে ওয়েজখালী মৎস্য অবতরন কেন্দ্র



ছাতকে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ণে এসএমসি’র সভাপতিদের নিয়ে মতবিনিময় সভা

ছাতক প্রতিনিধি :: সুনামগঞ্জের ছাতকে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ণে প্রাথমিক শিক্ষা বিভাগের উদ্যোগে উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতিদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১মার্চ) সকালে উপজেলা প্রাথমিক শিক্ষক মিলনায়তন ভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুরের জামান চৌধুরীর সভাপতিত্বে ও ইউআরসি ইন্সট্রাক্টর মোস্তফা আহসান হাবিবের পরিচালনা অনুষ্টিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,চরমহল্লা ইউনিয়নের চেয়ারম্যান আবুল হাসনাত, দক্ষিণ খুরমা ইউনিয়নের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক, ছাতক প্রেসক্লাবে সাধারণ সম্পাদক আব্দুল আলিম, সহকারী শিক্ষা কর্মকর্তা সুভাষ চক্রবর্তী।
বক্তব্য রাখেন এস এম সি’র সভাপতি খলিলুর রহমান মানিক, এডভোকেট আব্দুস সালাম, মাহফুজ বাবলু, সামছুল ইসলাম, মোয়াজ্জেম হোসেন,কবির আহমেদ, সাহেদ আহমদ,নজমুল হোসেন, সুরুজ আলম, আজাদ মিয়া, দেবাশীষ দাস,পান্না বেগম প্রমুখ। মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাসুম মিয়া।
সভায় বিদ্যালয় সমুহের পাঠদান বিষয়ক আলোচনা ও বিভিন্ন সুবিধা-অসুবিধার বিষয় তুলে ধরেন এসএমসি’র সভাপতিবৃন্দ। সভায় আগামিতে বিদ্যালয় গুলোতে লেখাপড়ার মান উন্নয়ণে শিক্ষক-পরিচালনা কমিটি ও অভিভাবক সমন্বয়ে কাজ করে যুগপোযোগি শিক্ষার মান এগিয়ে নিতে সকলের প্রতি আহবান জানানো হয়।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান বলেন, যারা শিক্ষার উন্নয়ণ যে ভাবেই বাঁধাগ্রস্ত করবেন তাদের কাউকে ছাড় দেয়া হবেনা। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুরের জামান চৌধুরী প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে ৫ টি নির্দেশনা উত্থাপন করে বলেন,এসব নির্দেশনা গুলো পালন করতে পারলে শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে দ্রুত শিক্ষার বৃদ্ধি পাবে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ