ডেস্ক রিপোর্ট :: সিলেটসহ দেশের ছয় অঞ্চলে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। আজ শনিবার (১৮ মার্চ) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। সংশ্লিষ্ট সূত্র জানায়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। রোববার (১৯ মার্চ) সকাল পর্যন্ত সিলেট, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সিলেটসহ ৬ অঞ্চলে ৬০ কি.মি. বেগে ঝড়-বজ্রসহ বৃষ্টি হতে পারে
18 মার্চ 2023, 4:59 অপরাহ্ন |
পোস্টটি ৮৪ বার পড়া হয়েছে




