jagannathpurpotrika-latest news

আজ, , ২রা রমযান, ১৪৪৪ হিজরী

সংবাদ শিরোনাম :


সরল মানুষ

কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ

 

এই সমাজে সহজ সরল মানুষ বেশি প্রতারিত হয়
টাউট প্রকৃতির মানুষ শান্তি খোজে,
সে কিন্তু অশান্তি রয়।

সহজ সরল মানুষ তার জীবন সাধাসিধে রয়,
টাউট প্রকৃতির মানুষ জীবনে বাঁকে বাঁকে কাঁদিতে হয়।

সহজ সরল মানুষ চোখের পানি ফেলে দুঃখ কষ্ট সয়,
তাতে টাউটের জীবন রাস্থায় রাস্থায় অতিবাহিত হয়।

সহজ সরল মানুষের মনে কষ্ট দিলে দুঃখ হয়,
আল্লাহ টাউটকে শান্তি দেননা এ জীবন কষ্টময়।

সহজ সরল মানুষ বিশ্বাস করে অতি দ্রুতময়,
তাতে টাউট সুযোগ বুঝে ঝাটা মেরে স্বার্থ হাছিলে ব্যস্তরয়।

সহজ সরল মানুষ তার যদিও সাময়িক কষ্ট হয়,
টাউটের জীবন যায় আফসো আর আক্ষেপ করে জীবনে না শান্তি হয়।

সহজ সরল মানুষ আল্লাহর প্রিয় মুমিন বান্দা হয়,
টাউট প্রকৃতির মানুষ সব সময় কমিন রয়।

 

লেখক: সভাপতি: শান্তিগঞ্জ প্রেসক্লাব, সুনামগঞ্জ।

এখানে ক্লিক করে শেয়ার করুণ