খেলাফত মজলিসের সহযোগি সংগঠন শ্রমিক মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আব্দুল করিম বলেছেন, মুখরোচক ফাঁকা বুলিতে শ্রমজীবী মানুষের ভাগ্যের কোন পরিবর্তন ঘটবে না। মানব রচিত মতবাদে শ্রমজীবী মানুষের কোন মুক্তি ও কল্যাণ নেই। একমাত্র খেলাফত রাষ্ট্র ব্যবস্থাই শ্রমিক সমাজ তথা গোটা মানব জাতির সমস্যার সমাধান দিতে পারে। শুক্রবার (১৭ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টায় শ্রমিক মজলিস সিলেট মহানগর শাখার এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। শ্রমিক মজলিস সিলেট মহানগর শাখার সভাপতি মাওলানা সেলিম আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিনের পরিচালনায় নগরীর পূর্ব জিন্দাবাজারস্থ একটি হলে আয়োজিত কর্মী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিস সিলেট মহানগরীর সভাপতি হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান, সহ-সাধারণ সম্পাদক মাসুদ আহমদ, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আব্দুস শহীদ, শ্রম সম্পাদক মাওলানা মাশুক আহমদ, যুব বিষয়ক সম্পাদক ও ইসলামী যুব মজলিসের সিলেট মহানগর আহবায়ক হাফিজ মাওলানা জাকারিয়া আল হাসান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুব মজলিস নেতা আ.ন.ম ইয়াহিয়া, শ্রমিক মজলিস নেতা হাফিজ আবু সাঈদ, ইন্জিনিয়ার শামসুজ্জামান শিপন, মাওলানা মাহবুব আহমদ সাইমী প্রমুখ। সমাবেশে ২০২৩-২৪ সেশনের জন্য শ্রমিক মজলিস সিলেট মহানগর শাখার নির্বাহী কমিটি পূণর্গঠন করা হয়। শাখা পূণর্গঠন কার্যক্রম পরিচালনা করেন শ্রমিক মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আব্দুল করিম। নব-নির্বাচিত কমিটির দায়িত্বশীলবৃন্দ হলেন, সভাপতি মাওঃ সেলিম আহমদ।
সহ-সভাপতি- ইন্জিনিয়ার শফিক আহমদ, কাজি শামসুল হক, মাওঃ মুজিবুর রহমান, হাফিজ আবু সাঈদ, সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ইন্জিনিয়ার শামসুজ্জামান শিপন, বায়তুলমাল সম্পাদক মাওলানা মাহবুব আহমদ সাইমী, সমাজকল্যাণ সম্পাদক- মোঃ দোলন আহমদ, পাঠাগার সম্পাদক ইসমাইল হোসাইন সৌরভ, প্রচার সম্পাদক মাহমুদ হোসাইন। বিজ্ঞপ্তি

সিলেটে শ্রমিক মজলিসের মহানগর শাখা পূণর্গঠন: মানব রচিত মতবাদে শ্রমজীবী মানুষের কোন মুক্তি ও কল্যাণ নেই- আব্দুল করিম
18 মার্চ 2023, 12:07 পূর্বাহ্ন |
পোস্টটি ৪১ বার পড়া হয়েছে




