ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু-কিশোর দিবস উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পালন করা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে আজ শুক্রবার (১৭ মার্চ) উপজেলা প্রশাসনের উদ্যােগে আলোচনাসভা ও র্যালিসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি জননেতা সিদ্দিক আহমদ, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারন সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, সহকারি পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) শুভাশীষ ধর, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল হোসেন লালন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সুফিয়া খানম সাথী, পৌরসভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্না প্রমুখ।

জগন্নাথপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন
17 মার্চ 2023, 9:09 অপরাহ্ন |
পোস্টটি ৫৫ বার পড়া হয়েছে




