jagannathpurpotrika-latest news

আজ, , ২রা রমযান, ১৪৪৪ হিজরী

সংবাদ শিরোনাম :


ছাতকে সিংচাপইড় ইউনিয়নের ৯নং ওয়ার্ডের উপ-নির্বাচনে বিজয়ী ররফিকুল ইসলাম

ছাতক প্রতিনিধি :: ছাতকের সিংচাপইড় ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদের উপ-নির্বাচনে বে-সরকারি ভাবে নির্বাচিত হয়েছেন মোঃ রফিকুল ইসলাম। তিনি মোরগ প্রতিকে পান ৩৬৪ ভোট। মোঃ রফিকুল ইসলাম আইনাকান্দি গ্রামের মৃত আম্বর আলীর পুত্র।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ ইউসুফ আলী তালা প্রতিকে পেয়েছেন ২৮৬ ভোট। অপর প্রার্থী মোঃ মঈন উদ্দিন ফুটবল প্রতিকে পেয়েছেন ২৪৩ ভোট।

ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সদস্যের শুন্যপদের নির্বাচনে আইনাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্টিত হয়েছে। সকাল ৮ টা থেকে টানা ভোট গ্রহণ অনুষ্টিত হয়। ওই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১৫৯৩, প্রদত্ত ভোট ৮৯৩। কাষ্টিং ভোটের হার ৫৬.০৬।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ ফায়জুর রহমান নির্বাচনি ফলাফলের বিষয়টি নিশ্চিত করেছেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ