ডেস্ক রিপোর্ট :: এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল শেষে শিরণি বিতরণকে কেন্দ্র করে সংঘর্ষে ২০জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকার যোগেন্দ্র কিশোর এন্ড হরেন্দ্র কিশোর হাইস্কুল এন্ড কলেজে বার্ষিক মিলাদ মাহফিল শেষে শিরণি বিতরণকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদেরকে উদ্ধার করে বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে। খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। জানা যায়, ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিলের আয়োজন করা হয় যোগেন্দ্র কিশোর এন্ড হরেন্দ্র কিশোর হাইস্কুল এন্ড কলেজের পক্ষ থেকে। এসময় সংবর্ধনা অনুষ্ঠান ও মিলাদ মাহফিল শেষে শিরণি বিতরণকে কেন্দ্র করে শায়েস্তানগর এলাকার বাসিন্দা ও স্কুলের প্রাক্তণ ছাত্র রাহাত, মিনহাজ, বেলালের সাথে বাকবিতণ্ডা শুরু হয় একই স্কুলের বর্তমান ছাত্র ও শহরের মোহনপুর এলাকার বাসিন্দা আরমান, শিবলু ও সৌরভের। বাকবিতন্ডার এক পর্যায়ে তারা স্কুলের ভেতরেই হাতাহাতিতে জড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে শায়েস্তানগর ও মোহনপুর এলাকার যুকবরাও লাটিসোটা ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে পথচারীসহ প্রায় ২০ জন আহত হয়েছেন।