jagannathpurpotrika-latest news

আজ, , ২রা রমযান, ১৪৪৪ হিজরী

সংবাদ শিরোনাম :


খেলাধুলাই পারে যুবসমাজকে নৈতিক অবক্ষয়ের হাত থেকে রক্ষা করতে : মিজানুর রহমান চৌধুরী

ছাতক প্রতিনিধি :: বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য,ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী বলেছেন, খেলাধুলাই পারে যুবসমাজকে নৈতিক অবক্ষয়ের হাত থেকে রক্ষা করতে। সু-স্বাস্থ্য ও সুস্থ মানসিকতা সৃষ্টিতে খেলাধুলার কোন বিকল্প নেই। বর্তমানে খেলাধুলা করার মতো দেশে পর্যাপ্ত মাঠ নেই। সরকারি খাস জনি গিলে খেয়েছে দখলদাররা। তিনি ক্ষোভের সাথে বলেন, বর্তমানে দেশে চলছে এক নিরব দুর্ভিক্ষ। দেশের সম্পদ লুটপাটের কারনেই এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গণতন্ত্র, ভোটাধিকার, মানুষের কথা বলার অধিকার সবই হরণ করেছে সরকার। দেশের এমন অস্থিতিশীল পরিস্থিতিতে মুক্ত খেলা-ধুলার মানসিকতাও হারিয়ে ফেলেছে মানুষ। মানুষের অধিকার ফিরিয়ে আনতে ক্ষমতার পরিবর্তনের কোন বিকল্প নেই। বুধবার ১৫ মার্চ বিকেলে সুনামগঞ্জের ছাতক উপজেলার দোলারবাজার ইউনিয়নের মুক্তারপুর ফুটবল প্রিমিয়ার লীগের ফাইন্যাল ম্যাচ শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় বিশেষ অতিথি হিসেবে সুনামগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন, দোলারবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আলম, প্যানেল চেয়ারম্যান মজলু মিয়া, ইউপি সদস্য নিজাম উদ্দিন, যুব নেতা মানিক মিয়া, স্থানীয় ইসলাম উদ্দিন, আবুল হোসেন, আব্দুল আলীম, আবদুল হাই, গোলাম বাকী, নোমান আহমদ সহ স্থানীয় লোকজন ও ক্রীড়ামোদী দর্শকবৃন্দ উপস্থিত ছিলেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ