ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে ফাঁকা বাড়িতে পুত্রবধূ-কে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুরকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলার পাটলী ইউনিয়নের লোহারগাঁও গ্রামে। গ্রেফতারকৃত অভিযুক্ত শ্বশুর উপজেলার পাটলী ইউনিয়নের লোহারগাঁও গ্রামের গফুর মিয়ার ছেলে দুলাল মিয়া (৪৭)। জানা গেছে, গৃহবধূ (১৯) বাদী হয়ে শ্বশুরের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। মামলার পর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমানের নির্দেশে এসআই সামছুল আারেফীনের নেতৃত্বে একদল পুলিশ বিশেষ অভিযান চালিয়ে অভিযুক্ত আসামি শ্বশুর দুলাল মিয়াকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি দুলাল মিয়াকে আজ রোববার (১২ মার্চ) সুনামগঞ্জ বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

জগন্নাথপুরে জোরপূর্বক ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুর গ্রেফতার
12 মার্চ 2023, 8:45 অপরাহ্ন |
পোস্টটি ৭৮৫ বার পড়া হয়েছে




